ভারতে পাচারের সময় ৩৬ হাঁসপাখি উদ্ধার

হাওর বার্তা ডেস্কঃ ভারতে পাচারের সময় ৩৬ টি গ্রিনল্যান্ডের সাদা ফ্রন্টেড হাঁসপাখি উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে পাচার প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত তিন যুবককে আটক করা হয়।

শুক্রবার (০৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোরের বাঘারপাড়া উপজেলার তেলিধান্যপুর এলাকায় অভিযান চালিয়ে হাঁসপাখিসহ তাদের আটক করা হয়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম দুপুরে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানায়, পুলিশ তেলিধান্যপুর এলাকায় একটি পিকআপের গতিরোধ করে তল্লাশি করে। এ সময় পিকআপটি থেকে ৩৬টি গ্রিনল্যান্ডের সাদা ফ্রন্টেড হাঁসপাখি উদ্ধার করে। একই সময় আটক করা হয় তিনজনকে।

তারা হলেন-শেখ রাসেল (২২), বালিয়াডাঙ্গা এলাকার রাজ্জাক হাসান (২৬), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার খাঁকান্দা এলাকার রুবেল হোসেন (৩০)।

তিনি আরো জানান, আটককৃতরা অবৈধপথে ঢাকা হতে হাঁসগুলো সংগ্রহ করে যশোরের বাগআঁচড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিল।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর