লক্ষ্মীপুরে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

হাওর বার্তা ডেস্কঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভা নির্বাচনে সংঘর্ষে জড়িয়েছে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা। দফায় দফায় চলা এই সংঘর্ষে তিন জন গুলিবিদ্ধসহ পক্ষ দুটির ২০ জন আহত হয়েছেন।

শনিবার বেলা ১১টার দিকে পশ্চিম কাজিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচন চলাকালীন এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের রামগঞ্জ সরকারি হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।

স্থানীয়রা জানায়, বেলা ১১টার দিকে পৌর ৬নং ওয়ার্ডের উটপাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেনের কর্র্মী সমর্থকরা দলবল নিয়ে পশ্চিম কাজির খিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করতে যায়। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী পাঞ্জাবি প্রতীকের মামুনুর রশিদ আকন্দের সমর্থকদের বাধা দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আলমগীর, কামাল হোসেন ও জামসেদ নামে তিনজন গুলিবিদ্ধ হন। পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে উভয়পক্ষের সর্বমোট ২০ জন আহত হন।

খবর পেয়ে চট্টগ্রাম পুলিশের ডিআইজি আনোয়ার হোসেন বিপিএিম (বার), পিপিএম এর নেতৃত্বে বিপুল বিডিআর, র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ও লাঠিচার্জ চালিয়ে হামলাকারীদের চত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কেন্দ্রের কোন কিছু খোয়া যায়নি।

জানতে চাইলে পুলিশের ডিআইজি আনোয়ার হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এদিকে সংঘর্ষের সময় কিছু সময়ের জন্য ভোটগ্রহণ স্থগিত থাকলেও পরে আবার ভোটগ্রহণ শুরু হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর