দুর্গাপুরে আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ পেল ৫০ কিশোরী

বিজয় দাস নেত্রকোনাঃ নেত্রকোনার দুর্গাপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হলো দুই মাসব্যাপী আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ। বুূধবার দুপুরে প্রশিক্ষণের সমাপনী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনে সকল প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম।

ধর্ষণ, ইভটিজিং এবং মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দুই মাসব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করেন দুর্গাপুর উপজেলা প্রশাসন। গত ১ ডিসেম্বর দুর্গাপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয় এই আয়োজন। এই প্রশিক্ষণে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন কিশোরী প্রশিক্ষণার্থী অংশ নেয়।

প্রশিক্ষক হিসেবে সার্বিক সহযোগিতা করেন নেত্রকোনা নাদিম মার্শাল আর্ট উশু সেন্টারের প্রশিক্ষক নাদিম আহমেদ।

সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ,উপজেলা মাধ্যমিক একাডেমীক সুপারভাইজার মো.নাসির উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা সাইফুল ইসলাম সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক এ কে এম ইয়াহিয়া সহ প্রশিক্ষণ শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর