ঘন কুয়াশায় ৮ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু

হাওর বার্তা ডেস্কঃ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌ-রুটে দীর্ঘ আট ঘণ্টা বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে ফেরি চলাচল। নদীর দু’পাড়ে পারের অপেক্ষায় রয়েছে সহস্রাধিক যানবাহন।

রোববার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে মধ্যরাত ৩টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখে কর্তৃপক্ষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার চাপ কমে এলে শুরু হয় ফেরি চলাচল।

এর আগে ফেরি চলাচল বন্ধের কারণ হিসেবে ঘাট কর্তৃপক্ষ জানায়, রাত ১২টার পর থেকে কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। মধ্যরাত ৩টার দিকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করলে নদীর চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুর দেখা যাচ্ছিল না। দুর্ঘটনা এড়াতে এ রুটের সব ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এতে ঘাট এলাকায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট। আর ভোগান্তিতে পড়ে এ নৌ-রুটের নারী-শিশুসহ হাজারো যাত্রী ও শ্রমিক।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর