ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১০ জুয়াড়ি গ্রেফতার

হাওর বার্তা ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্বপাইকপাড়া এলাকার ‘আনোয়ার টাওয়ার’ থেকে নাটাই উত্তর ইউপি’র সাবেক চেয়ারম্যান সোহেলসহ ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব ১৪, সিপিসি ৩, ভৈরব ক্যাম্প। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ-৮৫ হাজার ২৪০ টাকা, তাস, স্কাফ ১৬ বোতল, ইয়াবা-৩৮ পিস জব্দ করে র‌্যাব। মঙ্গলবার র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলো- নাটাই উত্তরের সাবেক ইউপি চেয়ারম্যান মো. সোহেল মিয়াসহ (৪০) ভাটপাড়া গ্রামের মো. ইউসুফ শাহ (৪২), মো. হাফিজুল ইসলাম (৩৮), মাসুদুল হাসান (৩৯), ফুলবাড়ীয়ার মো. আল আমিন (৪৪), নাটাই গ্রামের শাহ আলম (৪০), কাজী সুমন (৪০), তেলিনগর গ্রামের মো. আব্দুর রউফ (৩৯), কালাইশ্রীপাড়ার মো. জামাল উদ্দিন (৪০), নাটাই গ্রামের এডভোকেট মো. কাউসার মিয়া (৩৮)।

ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইনের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করেন।

আসামিদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১৪।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর