ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

মহামারির মাঝেও চিফ হুইপের নেতৃত্বে চলমান শিবচরের উন্নয়ন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
  • ১৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ বৈশ্বিক মহামারির মাঝেও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর নেতৃত্বে চলমান রয়েছে মাদারীপুরের শিবচরের উন্নয়ন অগ্রযাত্রা। ১৮ জানুয়ারি স্পীকারসহ ১৮ জন সংসদ সদস্যের মুজিববর্ষের উদ্বোধন, ২০ জুলাই আইনমন্ত্রী আনিসুল হক ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির স্থান পরিদর্শন, ২৯ নভেম্বর শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি, পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম, বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম তালুকদার টেকনিকাল স্কুল এন্ড কলেজের উদ্বোধন করেন।

একই দিন তারা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে অংশ নেন। ১৯ ডিসেম্বর পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম ৫শ’ আসন বিশিষ্ট নূর-ই-আলম চৌধুরী মিলনায়তন উদ্বোধন করেন।

এছাড়াও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও তার পক্ষ থেকে নেতৃবৃন্দ অসংখ্য সেতু, স্কুল ভবনসহ বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন। চলমান রয়েছে বিভিন্ন মেগা প্রকল্পসহ নানা প্রকল্প।

উল্লেখ্য, ২০২০ সালটি সারা বিশ্বের জন্যই এক ভয়ংকর সময়কাল, যা এখনো চলমান রয়েছে। মহামারি করোনা ভাইরাস সারা বিশ্বকে থমকে দিয়েছে। জীবন আজ বিপন্ন। থমকে গেছে অর্থনীতি। বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসের কারণে লকডাউন হয় শিবচর উপজেলা। সীমাবদ্ধ হয় জনজীবন। চরম আতংক, অনিশ্চয়তা ভর করা শিবচরের মানুষের পাশে প্রথম প্রহর থেকেই দাঁড়ান বারবারের সংসদ সদস্য জাতীয় সংসদের চিফ হুইপ আওয়ামী লীগ সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক নূর-ই-আলম চৌধুরী। করোনাকালে জীবনের চরম ঝুঁকি নিয়ে দফায় দফায় ছুটে বেড়ান শিবচরের প্রতিটি জনপদ। করোনা আক্রান্তদের স্বাস্থ্যসেবা-খাদ্য বিতরণ, ঘরে ঘরে খাবার সহায়তা পৌঁছে দেওয়া, স্বাস্থ্য সেবা কার্যক্রম তদারকি, স্বাস্থ্যকর্মীসহ স্বেচ্ছাসেবীদের সুরক্ষা সামগ্রী বিতরণসহ সার্বিক কার্যক্রম তদারকি করেন চিফ হুইপ নিজেই। নিজস্ব অর্থায়নে স্থাপন করেন ২০ শয্যার বিশেষায়িত করোনা হাসপাতাল। প্রধানমন্ত্রীর ৩১ দফা বাস্তবায়নে পুলিশ, প্রশাসন,দলীয় নেতৃবৃন্দ, স্বাস্থ্য কর্মী, গণমাধ্যমকর্মীসহ পেশাজীবীদের সমন্বয়ে টিম ওয়ার্ক মাঠে থাকে তার নির্দেশনানুসারেই। এসময়কালে চিফ হুইপ হারান তার বিশ্বস্ত কয়েকজন রাজনৈতিক সহযোদ্ধাদের। উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন খান, জেলা পরিষদ চেয়ারম্যান মিয়াজউদ্দিন খানসহ অনেক নেতৃবৃন্দ রয়েছে এই তালিকায়। বছরের শুরুতেই জমকালো উৎসবের মধ্য দিয়ে মুজিববর্ষের উদ্বোধন করেন স্পীকার ড. শিরীন শারমীন চৌধুরীসহ ১৮ জন সংসদ সদস্য। সারা উপজেলা সাজানো হয় বর্ণিল সাজে। তবে এ আয়োজনে ভাটা পড়ে করোনা প্রাদুর্ভাবের কারণে। বৈশ্বিক মহামারির অচলাবস্থার মাঝেও শিবচরে উন্নয়ন কর্মকাণ্ড চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মহামারির মাঝেও চিফ হুইপের নেতৃত্বে চলমান শিবচরের উন্নয়ন

আপডেট টাইম : ১০:০৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১

হাওর বার্তা ডেস্কঃ বৈশ্বিক মহামারির মাঝেও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর নেতৃত্বে চলমান রয়েছে মাদারীপুরের শিবচরের উন্নয়ন অগ্রযাত্রা। ১৮ জানুয়ারি স্পীকারসহ ১৮ জন সংসদ সদস্যের মুজিববর্ষের উদ্বোধন, ২০ জুলাই আইনমন্ত্রী আনিসুল হক ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির স্থান পরিদর্শন, ২৯ নভেম্বর শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি, পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম, বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম তালুকদার টেকনিকাল স্কুল এন্ড কলেজের উদ্বোধন করেন।

একই দিন তারা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে অংশ নেন। ১৯ ডিসেম্বর পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম ৫শ’ আসন বিশিষ্ট নূর-ই-আলম চৌধুরী মিলনায়তন উদ্বোধন করেন।

এছাড়াও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও তার পক্ষ থেকে নেতৃবৃন্দ অসংখ্য সেতু, স্কুল ভবনসহ বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন। চলমান রয়েছে বিভিন্ন মেগা প্রকল্পসহ নানা প্রকল্প।

উল্লেখ্য, ২০২০ সালটি সারা বিশ্বের জন্যই এক ভয়ংকর সময়কাল, যা এখনো চলমান রয়েছে। মহামারি করোনা ভাইরাস সারা বিশ্বকে থমকে দিয়েছে। জীবন আজ বিপন্ন। থমকে গেছে অর্থনীতি। বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসের কারণে লকডাউন হয় শিবচর উপজেলা। সীমাবদ্ধ হয় জনজীবন। চরম আতংক, অনিশ্চয়তা ভর করা শিবচরের মানুষের পাশে প্রথম প্রহর থেকেই দাঁড়ান বারবারের সংসদ সদস্য জাতীয় সংসদের চিফ হুইপ আওয়ামী লীগ সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক নূর-ই-আলম চৌধুরী। করোনাকালে জীবনের চরম ঝুঁকি নিয়ে দফায় দফায় ছুটে বেড়ান শিবচরের প্রতিটি জনপদ। করোনা আক্রান্তদের স্বাস্থ্যসেবা-খাদ্য বিতরণ, ঘরে ঘরে খাবার সহায়তা পৌঁছে দেওয়া, স্বাস্থ্য সেবা কার্যক্রম তদারকি, স্বাস্থ্যকর্মীসহ স্বেচ্ছাসেবীদের সুরক্ষা সামগ্রী বিতরণসহ সার্বিক কার্যক্রম তদারকি করেন চিফ হুইপ নিজেই। নিজস্ব অর্থায়নে স্থাপন করেন ২০ শয্যার বিশেষায়িত করোনা হাসপাতাল। প্রধানমন্ত্রীর ৩১ দফা বাস্তবায়নে পুলিশ, প্রশাসন,দলীয় নেতৃবৃন্দ, স্বাস্থ্য কর্মী, গণমাধ্যমকর্মীসহ পেশাজীবীদের সমন্বয়ে টিম ওয়ার্ক মাঠে থাকে তার নির্দেশনানুসারেই। এসময়কালে চিফ হুইপ হারান তার বিশ্বস্ত কয়েকজন রাজনৈতিক সহযোদ্ধাদের। উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন খান, জেলা পরিষদ চেয়ারম্যান মিয়াজউদ্দিন খানসহ অনেক নেতৃবৃন্দ রয়েছে এই তালিকায়। বছরের শুরুতেই জমকালো উৎসবের মধ্য দিয়ে মুজিববর্ষের উদ্বোধন করেন স্পীকার ড. শিরীন শারমীন চৌধুরীসহ ১৮ জন সংসদ সদস্য। সারা উপজেলা সাজানো হয় বর্ণিল সাজে। তবে এ আয়োজনে ভাটা পড়ে করোনা প্রাদুর্ভাবের কারণে। বৈশ্বিক মহামারির অচলাবস্থার মাঝেও শিবচরে উন্নয়ন কর্মকাণ্ড চলমান রয়েছে।