এহিয়া চৌধুরী স্মৃতি সংঘ-এর উদ্যোগে চক্ষু চিকিৎসা ও শীত বস্ত্র বিতরণ

হাওর বার্তা ডেস্কঃ ২৫ ডিসেম্বর শুক্রবার হবিগঞ্জ জেলা আজমিরীগঞ্জ উপজেলার সৌলরী (চৌধুরী বাড়ী)-তে এএবিসি পাইলট হাইস্কুল (বিরাট)-এর প্রাক্তন শিক্ষক মরহুম এহিয়া চৌধুরী স্মরণে এহিয়া চৌধুরী স্মৃতি সংঘের উদ্যোগে এলাকার গরীব দুঃখী অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় এবং চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ও দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকা এর প্রতিষ্টাতা ও নির্বাহী পরিচালক লায়ন ডাক্তার মোঃ শাহীন রেজা চৌধুরী , ঢাকা সাভার ক্যান্টনমেন্ট বোর্ড অফিসের কর্মকর্তা ইসপাহান

চৌধুরী,ফরিয়াদ চৌধুরী, ফুয়াদ উল্লাহ খান, জনাব জয়ন্ত কুমার দেব (মাধব), মনোয়ার আলী, ডাঃ লোকমান মিয়া , বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান বাচ্চু,আব্দুর রব, শফিকুল ইসলাম,খালেদ হোসেন চৌধরী, জাহিদুল ইসলাম (সুমন),আস্বাদ , এস.এম.মারুফ আহমেদ চৌধুরী, সমাজসেবক বাবুল মিয়া এছাড়া আরও অনেক গণ্যমান্য

ব্যক্তিগন উপস্থিত ছিলেন। এসময় এলাকার প্রায় ৫ শত জন নারী-পূরুষের চক্ষু পরিক্ষা করা হয় ২শত ৫০ জনকে চশমা বিতরন ও ৫০ জন ছানি পড়া রোগী হিসেবে বাচাই করা হয় । ছানি পড়া রোগী কে সুবিধা জনক সময়ে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে দৃষ্টি উন্নয়ন সংস্হার অর্থায়নে চক্ষু অপারেশন ও ল্যান্স স্হাপনসহ সার্বিক সহযোগীতা প্রদান করা হবে। এছাড়াও ১৮০ জনকে শীতবস্ত্র দেয়া হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর