এ বয়সেই পরিবারের হাল ধরেছে সিফাত

হাওর বার্তা ডেস্কঃ করোনা মহামারিতে বন্ধ স্কুল। দরিদ্র বাবার ভ্রাম্যমাণ ঘুঘনি (রান্না ছোলা) ও সিদ্ধ ডিম বিক্রিতে নেমেছে ভাটা। এমন দুর্দিনে বাবার কাঁধে কাঁধ মিলিয়ে নিজেই পরিবারের হাল ধরতে ফেরি করে ঘুঘনি ও ডিম বিক্রি করছে গোপালগঞ্জের শেখ রাসেল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র মো. সিফাত ফকির।

জেলা শহরের চৌরঙ্গী, লঞ্চঘাট, আলিয়া মাদরাসা মোড়, কাঁচাবাজারসহ শহরের প্রাণকেন্দ্র লেকপাড় পার্কের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ দোকান ফেরি করে বিকেল থেকে রাত পর্যন্ত ঘুঘনি ও সিদ্ধ ডিম বিক্রি করে সিফাত।

এ প্রতিবেদকের সঙ্গে কথা হলে সিফাত জানায়, ‘কী করব কন? এতজনের বড় পরিবার বাবার একার টাকায় চলে না। করোনার (লকডাউনে) কারণে বিক্রি করতে পারি নাই, তাই করোনার পরে (লকডাউন শেষ) আমিও বিক্রি করা শুরু করেছি।’

অভাবের তাড়নায় বাবার সঙ্গে পরিবারের হাল ধরলেও পড়াশুনার প্রতি তীব্র আকাঙ্ক্ষা সিফাতের। করোনা পরিস্থিতি ঠিক হলে আবারও স্কুলে ফিরতে চায় সে।

 

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর