হবিগঞ্জে ৩ ইটভাটাকে ১৩ লাখ টাকা জরিমানা

হাওর বার্তা ডেস্কঃ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ইট পুড়ানোর লাইসেন্স না থাকায় হবিগঞ্জের নবীগঞ্জ এবং লাখাই উপজেলার ৩টি ইটভাটাকে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে পরিবেশ অধিদপ্তর। অভিযানে সহযোগিতায় ছিল র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল।

একই অপরাধে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে লাখাই উপজেলার তিতাস ব্রিকস ফিল্ডের স্বত্ত্বাধিকারী রেজাউল করিম ভূইয়াকেও।

সিলেটের পরিবেশ অধিদপ্তর পরিচালক জানান, নবীগঞ্জের একটি ইটভাটার অবস্থান আবাসিক এলাকায়। আশপাশে দুইটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে। দ্রুত এসব ইটভাটাকে সরিয়ে নেয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর