জার্সি বদল করায় ফাইনালে নিষিদ্ধ হতে পারেন নেইমার

হাওর বার্তা ডেস্কঃ দারুণ পারফরম্যান্সে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে তুলেছেন নেইমার। কিন্তু মেডিকেল প্রটোকল ভাঙায় শিরোপা নির্ধারনী লড়াইয়ে নাও দেখা যেতে পারে এই ব্রাজিলিয়ানকে।
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লীগের প্রথম সেমিফাইনালে জার্মান ক্লাব আরবি লাইপজিগকে ৩-০ গোলে হারায় পিএসজি। দলের হয়ে অ্যাঞ্জেল ডি মারিয়ার করা দ্বিতীয় গোলে অ্যাসিস্ট করেন নেইমার। ম্যাচের পর লাইপজিগ তারকা মার্সেল হাসটেনবার্গের সঙ্গে জার্সি বদল করেন তিনি। এ কারণেই নিষেধাজ্ঞায় পড়তে পারেন নেইমার।
করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য কিছু নিয়মকানুন বেধে দিয়েছে উয়েফা। সংস্থাটির নতুন মেডিকেল প্রটোকলে পরিষ্কার বলা আছে ম্যাচের পর জার্সি বদল করতে পারবেন না খেলোয়াড়রা। স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় এক ম্যাচের নিষেধাজ্ঞা ও ১২ দিনের সেল্ফ-আইসোলেশনে পাঠানো হতে পারে নেইমারকে।
আগামী রোববার চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে পিএসজি খেলবে বায়ার্ন মিউনিখ অথবা অলিম্পিক লিঁওর বিপক্ষে।।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর