রাস্তার পাশে কাঁদছিল ছেলেটি, মিলছে না পরিচয়, রয়েছে পাকুন্দিয়া থানায়

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৬-৭ বছর বয়সী ফুটফুটে এক ছেলে শিশু পাওয়া গেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার পুলেরঘাট বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করে পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্ত কেন্দ্র পুলিশ।

সে বর্তমানে পাকুন্দিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছে।

পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া জানান, বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরের দিকে উপজেলার পুলেরঘাট বাজার এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদছিল শিশুটি।

পরে পাশের এক দোকানদার শিশুটিকে তাঁর দোকানে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে তার পরিচয় জানতে চাইলে সে কিছুই বলতে পারেনি।

পরে ওই দোকানদার বিষয়টি আহুতিয়া তদন্ত কেন্দ্র পুলিশকে জানায়। খবর পেয়ে আহুতিয়া তদন্ত কেন্দ্র পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে পাকুন্দিয়া থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, শিশুটি নাম ঠিকানা কিছুই বলতে পারছে না। ধারণা করা হচ্ছে শিশুটি বুদ্ধি প্রতিবন্ধী বা অটিস্টিক। সে বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

যদি কোনো সহৃদয়বান ব্যক্তি শিশুটিকে চিনে থাকেন বা তাঁর পরিচয় জেনে থাকেন তবে তাঁর পরিবারের লোকজনকে পাকুন্দিয়া থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

অথবা উল্লেখিত মুঠোফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। ০১৭১৩৩৭৩৪৯১ (ওসি, পাকুন্দিয়া থানা) এবং ০১৭৬৯৬৯০৯৫৮ (পরিদর্শক, তদন্ত)।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর