হবিগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে হবিগঞ্জে চলছে অবৈধ জাল আটক অভিযান। জেলা প্রশাসক কামরুল হাসানের নির্দেশে প্রতিদিন বিভিন্ন হাওরে চলছে অভিযান। আটক করে পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে হাজার হাজার মিটার অবৈধ জাল। এতে রক্ষা পেয়েছে অসংখ্য চাড়া মাছ। এর ফলে জেলায় এবার মাছের বাম্পার উৎপাদনের সম্ভাবনা দেখছেন মৎস্য বিভাগের কর্মকর্তারা। বৃহস্পতিবার ভোরে হবিগঞ্জ সদর উপজেলার কালারডোবা নামক স্থানে কারেন্ট জাল ও কাঁথা (বেড়) জাল ব্যবহার করে অবৈধভাবে মৎস্য আহরণ রোধে অভিযান পরিচালনা করা হয়। এসময় ২০ হাজার মিটার কাঁথা জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা হবে বলে জানায় মৎস্য বিভাগ।

পরে কালারডুবা এলাকায় আগুনে পুড়িয়ে আটকৃত জাল ধ্বংস করা হয়। পরে সকাল সাড়ে ৮টায় হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালায় প্রশাসন ও মৎস্য বিভাগ। সেখানে আরো ১৬ হাজার মিটার কারেন্ট জাল, কাঁথা জাল ও ভেশাল জাল জব্দ করা হয়। পরে দুপুরে নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে এসব জাল আগুনে পুড়ানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিছুর রহমান খানের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা শাহজাদা খসরু, হবিগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ লিয়াকত আলী ও শায়েস্তাগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা উপস্থিত ছিলেন। এ ধরণের অভিযান চলমান থাকবে বলে জানায় জেলা প্রশাসন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর