মাত্র ৫৩ সেকেন্ডের মাথায় গোলে করেন এমবাপ্পে

হাওর বার্তা ডেস্কঃ ফ্রান্সে আপাতত পেশাদার ফুটবল লীগের কোনো খেলা নেই। তবে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) হয়ে মাঠ মাতিয়ে যাচ্ছেন  নেইমার-এমবাপ্পেরা। গতকাল প্রীতি ম্যাচে ঘরের মাঠ পার্ক ডি প্রিন্সেসে তারা নেমেছিলেন স্কটিশ ক্লাব সেল্টিকের বিপক্ষে। খেলা শুরুর মাত্র ৫৩ সেকেন্ডের মাথায় গোলে করেন এমবাপ্পে। একবার করে জালে বল জড়ান ব্রাজিলিয়ান তারকা নেইমার, আন্দার এরেরা ও পাবলো সারাবিয়াও। তাতে ৪-০ গোলে সেল্টিককে উড়িয়ে দেয় পিএসজি।

আসছে শুক্রবার ফ্রেঞ্চ কাপের ফাইনালে পিএসজি মুখোমুখি হবে সেঁত এতিয়েনের। এরপর আগস্টে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে তারা লড়বে ইতালিয়ান ক্লাব আতালান্তার বিপক্ষে। এর আগে প্রীতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিচ্ছে পিএসজি।

করোনা পরিস্থিতি ভালো হওয়ায় ফ্রান্সে দর্শক মাঠে ফিরেছে।

তবে স্বল্প পরিসরে। পার্ক ডি প্রিন্সেস স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৪৮ হাজার। পিএসজি-সেল্টিক ম্যাচে সেখানে খেলা দেখার সুযোগ পেয়েছিলেন হাজার পাঁচেকের মতো দর্শক। এদের মধ্যে ৬০ জন সেল্টিক সমর্থকও ছিলেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর