করোনাভাইরাস ঠেকাতে খুলনা থেকে সব রুটে বন্ধ হচ্ছে বাস চলাচল

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাব ঠেকাতে খুলনা থেকে ঢাকাসহ সব রুটে আগামী ২৫ মার্চ বুধবার থেকে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক সমিতি।

সোমবার খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেন।তিনি বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আশঙ্কায় খুলনা থেকে ঢাকাসহ সব রুটে বুধবার ৬টা থেকে বাস চলাচল বন্ধ থাকবে।

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভারত ফেরত দুজনের করোনার উপসর্গ নিয়ে মৃত্যুর পর এই ঘোষণা আসলো।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী দেশ রূপান্তরকে বলেন, যদিও গণপরিবহনে যাত্রী সংখ্যা কমে গেছে, তারপরও একটি বাসে ৩০ থেকে ৫০ জন যাত্রী থাকে। তারা প্রতিনিয়ত বাসের হ্যান্ডেল ধরছে, সিট ধরছে, ময়লা সিটের কাভারে বসছে এতে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি রয়েছে। তার মধ্যে অনেক যাত্রী হাঁচি-কাশি দিয়ে এই ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছেন।

বাংলাদেশে সরকারি হিসাব অনুযায়ী এখন পর্যন্ত করোনায় দুজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২৭ জন। তাদের মধ্যে পাঁচজন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর