মোদির জনতা কারফিউ সমর্থন করলেন কোহলি

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বজুড়ে করোনা আতঙ্ক গ্রাস করেছে। বিশ্বের বিভিন্ন দেশে হু হু করে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। ভারতেও ব্যপক প্রভাব পড়েছে প্রাণঘাতী এই ভাইরাসের। করোনা ভাইরাসের বিরুদ্ধে শক্ত থাকার বার্তা দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘জনতা কারফিউ’কে সমর্থন জানালেন বিরাট কোহলি।
টুইটারে ভারত অধিনায়ক লিখেছেন, ‘সতর্ক ও সাবধান থাকুন। এই পরিস্থিতিতে এটাই সবচেয়ে বেশি জরুরি। দেশের প্রত্যেকে আমরা দায়িত্বশীল নাগরিক। প্রত্যেককে জাতির স্বার্থের কথা ভেবে চলতে হবে। দেশের সুরক্ষার জন্য মোদি জী এই সিদ্ধান্ত নিয়েছেন।

দেশবাসীকে অনুরোধ কারফিউ মেনে ঘরে থাকুন।’
আগামী ২২শে মার্চ, রোববার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ভারতজুড়ে ‘জনতা কারফিউ’ জারি করেছেন নরেন্দ্র মোদি।
সেই সঙ্গে চিকিৎসকরা যারা করোনা ভীতিকে দূরে সরিয়ে আক্রান্ত মানুষের সেবায় অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তাদেরকেও কুর্নিশ জানিয়েছেন কোহলি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর