কিশোরগঞ্জে গৃহবধূর লাশ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

হাওর বার্তা ডেস্কঃ ঢাকায় নিহত এক গার্মেন্টসকর্মী গৃহবধূর লাশ দাফন নিয়ে নীলফামারীর কিশোরগঞ্জে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার ওই গৃহবধূর বাবার বাড়ির লোকজন লাশ নেয়ার জন্য জামাতার বাড়িতে আসলে টানাহেঁচড়ার একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ওই গৃহবধূ রণচন্ডী দালালটারী গ্রামের তারজিদের স্ত্রী মির্জা আক্তার (২০)। তিনি গাড়াগ্রাম ধাইঝানপাড়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে।

স্থানীয়রা জানায়, প্রায় ৪ বছর আগে পারিবারিকভাবে মির্জা ও তারজিদের বিয়ে হয়। তারা স্বামী-স্ত্রী দুজনেই ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। বৃহস্পতিবার রাতে শ্রীপুর হাসপাতালে চিকিৎসাধীন রক্তশূন্যতায় মির্জার মৃত্যু হয়। ঢাকা থেকে শুক্রবার দুপুরে স্ত্রীর লাশ নিয়ে তারজিদ গ্রামের বাড়িতে আসেন।

খবর পেয়ে শ্বশুরবাড়ির লোকজন মেয়ের লাশ নেয়ার জন্য জামাতার বাড়ি ছুটে যান। তাদের অভিযোগ, অসুস্থ হয়ে চিকিৎসাধীন মেয়ের মৃত্যু হলে তাদেরকে জানানো হয়নি কেন। তাদের মেয়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

এ ঘটনায় লাশ নিয়ে টানাহেঁচড়ার এক পর্যায়ে নিহত গৃহবধূর বাবার বাড়ির লোকজনের সঙ্গে স্বামীর বাড়ির লোকজনের সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকজন নারী আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কিশোরগঞ্জ থানার ওসি এম হারুন অর রশিদ জানান, লাশ দাফনের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষের অভিযোগ পাওয়া যায়নি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর