টাঙ্গাইলের কলেজছাত্র ইশরাক হত্যা মামলায় আরও একজনের স্বীকারোক্তি

হাওর বার্তা ডেস্কঃ টাঙ্গাইলে কলেজছাত্র তানভীর মাহতাব ইশরাক হত্যা মামলায় আরও এক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

বুধবার টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আবু ফয়সাল (২০)।

আবু ফয়সাল (২০) শহরের বেপারীপাড়ার আরিফ হোসেনের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক মোশারফ হোসেন জানান, ইশরাক হত্যা মামলার এজহারভুক্ত আসামি ফয়সালকে মঙ্গলবার রাতে গাজীপুরের টঙ্গী থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদকালে তিনি এ হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং আদালতে জবানবন্দি দিতে রাজি হন।

বুধবার টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে নেয়া হলে তিনি জবানবন্দি দেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম তার জবানবন্দি লিপিবদ্ধ করেন। পরে তাকে জেলহাজতে পাঠিয়ে দেয়া হয়।

তিনি আরও জানান, এ নিয়ে এ হত্যা মামলার ছয় আসামি গ্রেফতার হল। তাদের মধ্যে চারজন আদালতে জবানবন্দি দিয়েছে।

প্রসঙ্গত, টাঙ্গাইল ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির টেক্সটাইল বিভাগের প্রথম বর্ষের ছাত্র ইশরাককে গত ৫ ফেব্রুয়ারি বিকালে শহরের নজরুল সেনা স্কুলের সামনে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ইশরাকের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

 

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর