মেয়ররা নগরপিতা নয়, তাদের ‘নগরসেবক’ বলাটাই শ্রেয়: আসিফ নজরুল

হাওর বার্তা ডেস্কঃ সিটি কর্পোরেশনের মেয়রদের ‘নগরপিতা’ নয়; বরং তাদের ‘নগরসেবক’ বলাটাই শ্রেয় মনে করেন বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল।
সোমবার নিজের ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

ওই স্ট্যাটাসে আসিফ নজরুল বলেন, ‘মেয়রের বাংলা নগরসেবক, নগরপিতা না। সংবিধানের ২১ (২) অনুচ্ছেদের স্পিরিট সেটিই বলে।’

তিনি বলেন, ‘সংবিধান অনুসারে উচ্চ আদালতে বিচারপতি না, আছেন বিচারকবৃন্দ (সংবিধান ৯৪ ও ১৫২ অনুচ্ছেদ)। সংবিধানের বর্ণনায় একমাত্র বিচারপতি হচ্ছেন প্রধান বিচারপতি।’

ঢাবির এই অধ্যাপক আরও বলেন, সংবিধানে প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি। তবে আমার মতে, এটি হওয়া উচিত রাষ্ট্রপ্রধান। ‘পতি’ সংস্কৃতি না থাকা ভালো।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর