বঙ্গবন্ধু সাফারি পার্ক এখন পাখির বাড়ি

হাওর বার্তা ডেস্কঃ অতিথি পাখির কিচিরমিচিরে মুখরিত কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। প্রতি বছরের মতো এবারও শীত বাড়তে না বাড়তেই হাজারো পাখির আগমন ঘটেছে এখানে।

পার্কের লেকজুড়ে হাজারো লাল পদ্মের মাঝে পাখিদের ওড়াউড়ি দেখে প্রাণ জুড়িয়ে যাচ্ছে দর্শনার্থীদের।

প্রতি বছর ডিসেম্বর মাসে হিমালয়ের উত্তরে শীত নামতে শুরু করায় সাইবেরিয়া, মঙ্গোলিয়া, চীন, নেপাল, জিনজিয়াং, ভারত থেকে পাখিরা উষ্ণতার খোঁজে পাড়ি জমায় বিভিন্ন অঞ্চলে।

দক্ষিণ এশিয়ার অন্যতম নাতিশীতোষ্ণ অঞ্চল বাংলাদেশেও আসে হাজারো অতিথি পাখি। আর অতিথি পাখিদের আবাসস্থলের মধ্যে ডুলাহাজারা সাফারি পার্ক অন্যতম।

সরেজমিনে দেখা গেছে, সাফারি পার্কে আসা পাখিদের মধ্যে অধিকাংশই হাঁস প্রজাতির। এরা উড়ে বেড়ায়, আবার লেকের পানিতে ভেসে বিশ্রামও নেয়।

এবার আসা অতিথি পাখির মধ্যে রয়েছে- সরালি, পচার্ড, ফ্লাইফেচার, গার্গেনি, ছোট জিরিয়া, পান্তামুখী, পাতারি, মুরগ্যাধি, পাতারী হাঁস, জলকুক্কুট, খয়রা, কামপাখি, মানিকজোড়, কলাই, ছোট নগ, জলপিপি, নাকতা, খঞ্জনা, চিতাটুপি, বামুনিয়া হাঁস, লাল গুড়গুটি, নর্দানপিনটেল, কাস্তেচাড়া।

পার্কে আসা দর্শনার্থীরা জানান, প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন প্রাণী দেখতে এমনিতেই ভালো লাগে। তার উপর এখন অতিথি পাখি যোগ হয়েছে। এটা বাড়তি পাওনা। লেকের পানিতে লাল পদ্মের মাঝে হাঁসগুলোর ভেসে বেড়ানো আর দল বেঁধে আকাশে ওড়ার দৃশ্যে প্রাণ জুড়িয়ে যায়। পাখিগুলোর কিচিরমিচির যেন বাঁশির সুর।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, প্রতিবছরই সাফারি পার্কে অতিথি পাখির আগমন ঘটে। বিশেষ করে যখন খুব বেশি শীত পড়ে তখন এই পাখি আসে। পার্কে আসা অতিথি পাখিদের যেন কেউ বিরক্ত বা ক্ষতি করতে না পারে। সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর