ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

আবরার হত্যা: বিকেলে ভিসির সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯
  • ১৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভিসি অধ্যাপক সাইফুল ইসলামের সঙ্গে শুক্রবার বিকেলে শিক্ষার্থীদের বৈঠক হবে। ওই সময় পর্যন্ত প্রতিষ্ঠানটিতে তালা দেওয়ার কর্মসূচি বাদ দেওয়া হয়েছে। তবে বাকি কর্মসূচি চলবে।

আন্দোলনকারীরা এক সংবাদ সম্মেলনে শুক্রবার সকালে বুয়েটের শহীদ মিনারে এই কথা বলেন। তারা জানান, বৈঠক সফল না হলে আগে দেওয়া কর্মসূচি চলবে।

জানা গেছে, বিকেল ৫টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে আবরার ফাহাদ হত্যার বিচারসহ ১০ দফা দাবি শুক্রবার দুপুর ২টার মধ্যে মেনে না নিলে বুয়েটে তালা ঝুলিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ার করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ নেতা-কর্মীরা। ৬ অক্টোবর মধ্যরাতে বুয়েটের শেরেবাংলা হলের নিচতলা ও দোতলার মাঝামাঝি সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে বুয়েট ছাত্রলীগের ১৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

আবরার হত্যাকাণ্ডে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা করেছেন তার বাবা বরকতুল্লাহ।

ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় বুয়েট শাখার ১১ জন নেতা-কর্মীকে স্থায়ী বহিষ্কার করেছে ছাত্রলীগ।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ফেনী নদীর পানি বণ্টন ও বন্দর ব্যবহারসহ ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন চুক্তির সমালোচনা করে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ায় শিবির সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

আবরার হত্যা: বিকেলে ভিসির সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক

আপডেট টাইম : ১২:০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভিসি অধ্যাপক সাইফুল ইসলামের সঙ্গে শুক্রবার বিকেলে শিক্ষার্থীদের বৈঠক হবে। ওই সময় পর্যন্ত প্রতিষ্ঠানটিতে তালা দেওয়ার কর্মসূচি বাদ দেওয়া হয়েছে। তবে বাকি কর্মসূচি চলবে।

আন্দোলনকারীরা এক সংবাদ সম্মেলনে শুক্রবার সকালে বুয়েটের শহীদ মিনারে এই কথা বলেন। তারা জানান, বৈঠক সফল না হলে আগে দেওয়া কর্মসূচি চলবে।

জানা গেছে, বিকেল ৫টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে আবরার ফাহাদ হত্যার বিচারসহ ১০ দফা দাবি শুক্রবার দুপুর ২টার মধ্যে মেনে না নিলে বুয়েটে তালা ঝুলিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ার করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ নেতা-কর্মীরা। ৬ অক্টোবর মধ্যরাতে বুয়েটের শেরেবাংলা হলের নিচতলা ও দোতলার মাঝামাঝি সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে বুয়েট ছাত্রলীগের ১৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

আবরার হত্যাকাণ্ডে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা করেছেন তার বাবা বরকতুল্লাহ।

ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় বুয়েট শাখার ১১ জন নেতা-কর্মীকে স্থায়ী বহিষ্কার করেছে ছাত্রলীগ।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ফেনী নদীর পানি বণ্টন ও বন্দর ব্যবহারসহ ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন চুক্তির সমালোচনা করে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ায় শিবির সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করা হয়।