কৃষকের পাশে বঙ্গবন্ধুর আদর্শিক ছাত্রলীগ সভাপতি এবং সাধারন সম্পাদক

হাওর বার্তা ডেস্কঃ এবার একসঙ্গে কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। বৃহস্পতিবার মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় কৃষকের ধান কাটতে যান বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং সাধারন সম্পাদক।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন কৃষি ও কৃষক বান্ধব। সমৃদ্ধ, স্বনির্ভর, উন্নত বাংলাদেশ এবং সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশ পূনর্গঠন করতে গিয়ে তিনি বুঝতে পেরেছিলেন, সার্বিক উন্নয়নে কৃষির উন্নতির কোন বিকল্প নেই। সেই লক্ষ্যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ছিল তার অন্যতম প্রয়াস।

তিনি জানতেন, মানুষের প্রথম চাহিদা খাদ্য। তাই খাদ্য নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে গিয়ে তিনি কৃষি এবং কৃষকের উন্নয়নের উপর বেশি গুরুত্ব দিয়েছিলেন। জাতির পিতার আদর্শ বাস্তবায়নে কৃষকের উন্নয়ন ও কষ্ট দূর করার উদ্দেশে মাঠে নেমেছে ছাত্রলীগ। এর আগে গতকাল বুধবার সাভারের আমিনবাজার এলাকায় ধান কাটেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর