মাত্র ৬০০ টাকায় স্মার্টফোন

দাম কমে পাগল সবাই। সস্তায় পেলে হুমড়ি খেয়ে পড়ে পাবলিক। একেবারে সস্তায় এবার পাওয়া যাবে স্মার্টফোন। যারা খুব সস্তায় স্মার্টফোন কেনার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটা নতুন খবর। দক্ষিণ কোরিয়ার একটি প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ভারতে হ্যান্ডসেট উৎপাদনে যাচ্ছে। এজন্য ভারতের একটি স্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যৌথভাবে নির্মিত এই ফোনগুলো হবে বাজারের সবচে’ সস্তা ফোন। সস্তার ফোনের বাজারে এটা একটা দারুণ খবর। প্রতিষ্ঠানটি দাবি করছে, মাত্র ৪৯৯ রুপিতে গ্রাহকদের হাতে স্মার্টফোন তুলে দেবে তারা, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় ৬০০। সেই ফোনে থাকবে হোয়াটসঅ্যাপ, ফেসবুকসহ ইন্টারনেটের যাবতীয় সুবিধা। থাকবে ভিজিএ ক্যামেরা ও নানারকম গেমসও। ৬ মাস ওয়ারেন্টির সুবিধাও পাচ্ছেন গ্রাহকরা। তবে কবে নাগাদ এ ফোন বাজারে আসছে তা জানা যায়নি। তবে সস্তার স্মার্টফোনের বাজার ধরতে তত্‍পরতা বেশ ক’ বছর ধরেই চলছে। এখন দেখার বিষয়, এত কম দামে ফোন বিক্রি করে কতটা লাভ ঘরে তুলতে পারে কোম্পানি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর