হাওর বার্তা ডেস্কঃ ওয়েলিংটনে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার টেস্টের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও বল মাঠেনি গড়ায়। বৃষ্টির কারণে এদিনও হয়নি টস। ফলে মাঠ পরিদর্শন করে স্থানীয় সময় শনিবার বিকাল সাড়ে ৪টায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করে ম্যাচ রেফারিরা। খবর ইএসপিএন ক্রিকইনফোর।
তবে, নিউজিল্যান্ডের আবহাওয়া অধিদফতর বলছে, আগামীকাল রবিবার বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে ওয়েলিংটন টেস্টটি শুরু হতে পারে আগামীকাল। দু’দিন পরিত্যক্ত হওয়ায় রবিবার ম্যাচটি শুরু হলে সেটা নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে শুরু করার চিন্তা-ভাবনা করেছেন ম্যাচ রেফারিরা।
এর আগে, হ্যামিল্টনে প্রথম টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৫২ রান ও ইনিংস ব্যবধানে হারে বাংলাদেশ। তবু ওয়েলিংটন টেস্টে ভালো কিছুর আশা জাগিয়েছিল প্রথম ইনিংসে তামিমের শতক আর দ্বিতীয় ইনিংসে মাহমুদুল্লাহ আর সৌম্য সরকারের দুই শতক।
গতকাল শুক্রবার রাত থেকে টানা বৃষ্টির কারণে বিকাল ৩টার দিকে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি ডেভিড বুন।