হাওর বার্তা ডেস্কঃ ‘ফিট হওয়া এত সহজ কাজ নয়’ এর আগে কথাটা বলেছিলেন ঢাকাই ছবির এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। তবে তিনি সময় চেয়েছেন। চেষ্টা করছেন ফিট হওয়ার। এজন্য সময়ও লাগবে বলে জানান এ নায়িকা।
এদিকে ফিটনেস না থাকায় শাবনূর অভিনীত চলচ্চিত্র ‘এত প্রেমে এত মায়া’ আটকে আছে অনেক দিন ধরেই। জানা গেছে ছবিটির প্রায় ৭০ শতাংশ কাজ শেষ। বাকি ৩০ শতাংশ শুটিং শেষ হচ্ছে না শাবনূরের জন্য। শাবনূর ফিট হলেই শেষ করা হবে শুটিং।
ছবিটির পরিচালক হচ্ছেন মোস্তাফিজুর রহমান মানিক। ছবিটি প্রসঙ্গে এ পরিচালক বলেন, ‘শাবনূর আপার বর্তমান শারীরিক পরিস্থিতির কারণে সিনেমাটির কাজ আপাতত বন্ধ আছে। তবে তিনি চাইলেই কাজ শেষ করতে পারেন। কারণ তিনি একটু মুটিয়ে যাওয়ার কারণে এখন আর গল্পের সঙ্গে যায় না। তিনি এক মাস চেষ্টা করলেই এটা পারবেন। একটু আন্তরিক হলেই শাবনূর আপা কাজটা শেষ করতে পারেন। বেশ কয়েকবার তিনি চেষ্টাও করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি।’
শাবনূর বলেন, আসলে সন্তানকে নিয়ে ফিট হয়ে উঠতে পারছি না। ওকে নিয়েই এখন ব্যস্ত থাকতে হচ্ছে। এছাড়া আরও অনেক ব্যস্ততা তো রয়েছেই। দিন শেষে দেখা যায় ফিটনেসের দিকে নজর দিতে পারছি না। তবে আমি অবশ্যই ‘এত প্রেম এত মায়া’ শেষ করব।
ছবিটি প্রযোজনা করছেন মো. শাজাহান। মোস্তাফিজুর রহমান মানিকের নির্দেশনায় পরবর্তী সময়ে শাবনূর ‘মা আমার চোখের মণি’, ‘কিছু আশা কিছু ভালোবাসা’ সিনেমায়ও অভিনয় করেন। ১৯৯৩ সালে এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমায় সাব্বিরের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে সিনেমা জগতে শাবনূরের অভিষেক হয়।