হাওর বার্তা ডেস্কঃ মাশরাফি বিন মুর্তজার অধিনায়কত্বের প্রশংসা বিশ্বজুড়ে। তার ক্যারিশমাটিক অধিনায়কত্বে বদলে গেছে বাংলাদেশ দলের চেহারা। ২০১৪ সালে মাশরাফিকে দ্বিতীয়বারের মতো অধিনায়কের দায়িত্ব দেওয়ার পর একের পর এক সাফল্য পেতে থাকে দল।
রোববার শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরের প্লেয়ার্স। এদিন প্লেয়ার্স ড্রাফটের শুরুর আগে উদ্বোধনী ভাষণে মাশরাফির অধিনায়কত্বে প্রশংসা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
পাপন বলেন, সাকিব, তামিম, রিয়াদ, মুশফিক এরা ভালো খেলছে। দলের জয়ে অবদান রাখছে। কিন্তু মাশরাফি থাকলেই যেন বাংলাদেশ জিতে যায়। ও যেখানেই যাক, ওর মাঝে কিছু একটা আছে। তাছাড়া আমাদের ইমরুল অসাধারণ খেলছে। আর সৌম্যর ফেরাটা আমাদের কাছে অনেক কিছু। লিটনও ভালো খেলছে। নিদাহাস ট্রফিতে, যুক্তরাষ্ট্রে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সে ভালো করেছে।