কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা ফলদ বৃক্ষমেলা উদ্বোধন

হাওর বার্তা ডেস্কঃ ‘‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়েছে।

২৩ জুলাই সোমবার সকালে শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গনে ফলদ বৃক্ষমেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আজিজ। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুর্শিদ উদ্দিন আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার রুনা আক্তার ও চাষীদের পক্ষে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান।

বক্তারা খাবারের পাশাপাশি শরীরের গুরুত্বপূর্ণ চাহিদা পূরণে ফলের ভূমিকা বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন এবং প্রত্যেককে তিনটি করে ফলের চারা রোপনের আহবান জানান। উক্ত ফলদ বৃক্ষমেলায় বিভিন্ন ফলদ, বনজ, ঔষধী চারাগাছ ও কৃষি
উপকরণের স্টল দেওয়া হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর