কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার বাজেট ঘোষণা

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে পৌরসভার মেয়র এ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ সংবাদ সম্মেলন করে বাজেট ঘোষণা করেন।

এ সময় বিভিন্ন ওয়ার্ডের পৌর কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রাত ৮টার দিকে পৌর সভার মেয়র অফিস কক্ষে অনুষ্ঠিত ওই বাজেট অধিবেশনে ৭৪ কোটি ৭৯ লাখ ২৬ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়।

বাজেটে আয় ধরা হয়েছে ৭৪ কোটি ৭৯ লাখ ২৬ হাজার ৩শত ৯১ টাকা। এর মাঝে রাজস্ব আয় ১৭ কোটি ১২ লাখ ৮৯ হাজার ৬শ ৩৯ টাকা ৪০ পয়সা। উন্নয়ন হিসাব থেকে আয় ৫৬ কোটি ৬৫ লাখ ১১ হাজার টাকা ও পানি শাখা থেকে আয় ১ কোটি  ১ লাখ ২৫ হাজার ১শ ৩০ টাকা ৫৩ ।

এবারের বাজেটে নতুন করে কোন কর বাড়ানো হয়নি বলে জানান পৌর মেয়র। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মেয়র জানান, হোল্ডিং কর ৫ বছর পর পর বৃদ্ধি করার নিয়মে এবার এসেসম্যান্ট করার পর কিছুটা বৃদ্ধি করা হয়েছে। তবে এই কর বৃদ্ধি বাজেটের সাথে কোনো সম্পৃক্ততা নেই বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর