হাওর বার্তা ডেস্কঃ চিত্রনায়ক সাইমন সাদিক। চলচ্চিত্রের পরিচিত মুখ এখন। এরইমধ্যে বেশকিছু ছবি মুক্তি পেয়েছে তার। মাঝে টানা শুটিংয়ের ব্যস্ততার কারণে কয়েকদিন দেশের বাইরে ঘুরতে গিয়েছিলেন তিনি। তবে সম্প্রতি দেশে ফিরেছেন। গত মঙ্গলবার ছিল জাতীয় চলচ্চিত্র দিবস। বিশেষ এই দিনে কথা হলো তার সঙ্গে। সাইমন বর্তমান ব্যস্ততা নিয়ে হাওর বার্তাকে বলেন, কয়েকদিন আগে ভারতে গিয়েছিলাম। তবে সেটা কোনো ছবির শুটিংয়ে না। অনেকটা অবসর কাটাতে। যাওয়ার আগে মোস্তাফিজুর রহমান মানিকের ‘আনন্দ অশ্রু’ এবং শাহীন সুমন ভাইয়ের ‘মাতাল’ ছবির কাজ করেছিলাম।
আগামী ৬ই এপ্রিল থেকে পুবাইলে ‘মাতাল’ ছবির কাজ আবারো শুরু হচ্ছে। এই লটেই এ ছবির পুরো কাজ শেষ হবে বলে আশা করছি। ‘পোড়ামন’ ছবিতে মাহিয়া মাহির সঙ্গে অভিনয় করে বেশ সুনাম অর্জন করেন সাইমন। কারণ ছবিটি সর্বমহলে বেশ প্রশংসিত হয়। এ ছবির পর এই জুটির আবার আসছে নতুন ছবি ‘জান্নাত’। মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় এরইমধ্যে ছবিটি বিনাকর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। এ ছবিটি নিয়ে সাইমন বেশ আশাবাদী। তিনি বলেন, মানিক ভাই ভালো একজন পরিচালক। আর ছবির কাহিনীতেও বেশ টুইস্ট রয়েছে। ছবিতে আমাদের দুজনের লুকও ভিন্ন। এমন ছবি নিয়ে তো প্রত্যাশা থাকবেই। ছবির পোস্টারটি কিছুদিন আগে প্রকাশ করা হয়েছে।
সবকিছু মিলে আমার বিশ্বাস, মুক্তির পর দর্শক এটি পছন্দ করবেন। চলচ্চিত্রে আর নতুন নেই সাইমন সাদিক। এরই মধ্যে রূপালী পর্দায় এ অভিনেতার বেশ কিছু ছবি মুক্তি পেয়েছে। ববি, মাহি, পরীমনি, আইরিন, আলিশা প্রধান, মিষ্টি জান্নাতসহ আরো কয়েকজন নায়িকার বিপরীতে অভিনয় করেছেন তিনি। হিটের তকমা পাওয়া কিছু ছবিও উপহার দিয়েছেন এই অভিনেতা। এদিকে সাইমন ও মাহি অভিনীত ‘আনন্দ অশ্রু’ ছবিটি পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান মানিক। একই নামে ঢালিউডে আরেকটি ছবি নির্মাণ হয়েছিল। তাতে প্রয়াত নায়ক সালমান শাহ ও শাবনূর অভিনয় করেছিলেন। তাই একই নামে ছবি নির্মাণের ঘোষণা দেয়ায় এটি রিমেক হিসেবে নির্মাণ করা হবে বলা ধারণা করা হচ্ছিল।
পরে নির্মাতা মানিক জানান, ছবিটি রিমেক হিসেবে নয়। শুধু নামটাই নেয়া হয়েছে। সম্পূর্ণ ভিন্ন গল্পকে কেন্দ্র করে এটি নির্মাণ হবে। ছবিটি নিয়ে সাইমন বলেন, এতে আমার চরিত্র ভিন্ন। আমি বাউল চরিত্রে অভিনয় করছি। যে নানা স্থানে ঘুরে ঘুরে গান গায়। এর বেশি কিছু এখনই বলা যাবে না। বাকিটা দর্শক হলে গিয়ে দেখবেন। এ ছবির বাইরে সাইমন নির্মাতা বদিউল আলম খোকনের নতুন ছবি ‘আমার মা আমার বেহেস্ত’-এ সিনিয়র অভিনেত্রী সূচরিতার ছেলের চরিত্রে অভিনয় করছেন।
গত বছরের শেষদিকে এ ছবির শুটিং শুরু হয়। এরইমধ্যে বেশকিছু দৃশ্যধারণের কাজ হয়েছে। এ ছবি প্রসঙ্গে সাইমন বলেন, আমার খুব ইচ্ছে ছিল ববিতা ম্যাডামের সঙ্গে একই চলচ্চিত্রে অভিনয় করার। সেই স্বপ্ন পূরণ করেছিলেন পরিচালক লিটন ভাই। এবার সূচরিতা ম্যাডামের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। তিনিও অনেক বড়মাপের একজন শিল্পী। আমি সবসময়ই সিনিয়রদের সঙ্গে একই ফ্রেমে অভিনয় করতে দারুণ আগ্রহবোধ করি। কারণ তাদের কাছে অভিনয়ের অনেককিছুই শেখার থাকে। সময়টাকে আমি কাজে লাগানোর চেষ্টা করি শুধু অভিনয় করেই নয়, গল্প করেও।
অনেক কিছু শিখতেও চেষ্টা করি। ওনার সঙ্গে কাজ সামনে আছে, আশা করি নতুন কিছু শিখব। আর সবশেষে চলচ্চিত্রের সার্বিক সমস্যা নিয়ে এই চিত্রনায়ক বলেন, এখন দর্শকদের বেশি বেশি বাংলা ছবি দেখা উচিত। অনেক ভালো ছবি এখন নির্মাণ হচ্ছে। তবে ভালো ছবি নির্মাণ হলেও পাইরেসি ও হলের বাজে পরিবেশের কারণে দর্শকরা তেমন দেখতে যাচ্ছেন না। এসব সমস্যার দ্রুত সমাধান করা উচিত। আশা করি, সামনে আরো কিছু ভালো ছবি দর্শকদের উপহার দিতে পারব।