হাওর বার্তা ডেস্কঃ আগামী পয়লা বৈশাখ উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়ক আলমগীর ও চম্পা অভিনীত নতুন ছবি ‘একটি সিনেমার গল্প’। এই ছবির মাধ্যমে ৩১ বছর পর আলমগীরের নির্দেশনায় অভিনয় করলেন চম্পা। পাশাপাশি এতে আলমগীরেরই বিপরীতে দেখা যাবে তাকে। পয়লা বৈশাখ উপলক্ষে আগামী ১৩ এপ্রিল মুক্তি পাচ্ছে ছবিটি। আলমগীর বলেন, ‘চম্পা খুবই সিরিয়াস একজন অভিনেত্রী। নিজের অভিনয় কীভাবে সুন্দর করা যায়, সেই চেষ্টাটা তার এখনো আছে। অভিনয়ের প্রতি তার দুর্বলতা, একাগ্রতা, নিষ্ঠাই সাধারণত চোখে পড়ে না।
আমার চলচ্চিত্রে কাজ করার বিষয়ে চূড়ান্ত হবার পর থেকেই অভিনয়ের নানা বিষয় নিয়ে আলোচনা করছে। এটা একাগ্রতারই দৃষ্টান্ত। আমার একটি সিনেমার গল্পে অসাধারণ অভিনয় করেছে চম্পা। আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে, আন্তরিকতা দিয়ে সময়োপযোগী একটি ভালো চলচ্চিত্র দর্শকের জন্য নির্মাণ করেছি। আমি খুব আশাবাদী চলচ্চিত্রটি দর্শক দেখবেন।’ চম্পা বলেন, “১৯৮৬ সালে আলমগীর ভাইয়ের নির্দেশনাতেই ‘নিষ্পাপ’ চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করি আমি।
একক নায়িকা হিসেবে এটিই ছিলো আমার প্রথম চলচ্চিত্র। এরপর আলমগীর ভাইয়ের বিপরীতে আর অভিনয়ের সুযোগ হয়ে ওঠেনি। ৩১ বছর পর আবার সেই সুযোগ পেলাম। আমি যে সময়ে প্রথম আলমগীর ভাইয়ের নির্দেশনায় কাজ করেছি, তখন চলচ্চিত্র সম্পর্কে আমার ধারণাই কম ছিলো। কিন্তু সেই সময়ের কথা আজ মনে পড়লে একটি বিষয়ই আমার কাছে স্পষ্ট হয়, আর তা হলো-সেই সময়ই আলমগীর ভাই একজন নির্মাতা হিসেবে ছিলেন অসাধারণ। তিনি অবশ্যই অনেক বড়মাপের একজন অভিনেতা।
কিন্তু তারপরও আমি বলবো অন্য অনেকের চেয়ে তিনি অনেক গুণী একজন নির্মাতা। আলমগীর ভাই চাইলেই আরো অনেক ভালো ভালো চলচ্চিত্র দর্শককে উপহার দিতে পারতেন। তিনি সবসময়ই অত্যন্ত বিনয়ী এবং খুবই সহযোগিতাপরায়ণ একজন শিল্পী। তার নির্দেশনায় এতোদিন পর কাজ করে ভীষণ ভালো লেগেছে। আমি খুবই আশাবাদী চলচ্চিত্রটি নিয়ে। কারণ এর গল্প, সংলাপ, গান এককথায় অসাধারণ।