হাওর বার্তা ডেস্কঃ চিত্রনায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ সম্প্রতি আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়েছে। জানা যায়, সেন্সর বোর্ডের সদস্যরা আরিফিন শুভ-ঋতুপর্ণা অভিনীত এ ছবি দেখার পর ভূয়সী প্রশংসা করেন। এদিকে পরিচালক আলমগীর জানান, ১৩ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে।
শুভ বলেন, ‘আলমগীর স্যার এদেশের একজন কিংবদন্তি অভিনেতা। চলচ্চিত্রটি নির্মাণের সময় তিনি আমাকে আপন করে নিয়ে অভিনয় করিয়েছেন। এমন একজন ব্যক্তিত্বের নির্দেশনায় কাজ করার জন্য সৌভাগ্য থাকতে হয়। আমি চলচ্চিত্রটি নিয়ে খুবই আশাবাদী। সবাইকে নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম।’ এদিকে প্রথম ছবি মুক্তির আগেই রঞ্জনের নির্দেশনায় ‘আহারে’ নামে কলকাতার একটি চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছে এই জুটি। শুভ অভিনীত সর্বশেষ আলোচিত চলচ্চিত্র দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’।
অন্যদিকে ‘একটি সিনেমার গল্প’ দিয়ে দীর্ঘ বিরতির পর বাংলা চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা আলমগীর আবার চলচ্চিত্র নির্মাণে ফিরেছেন। নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা এর আগে পাঁচটি চলচ্চিত্র নির্মাণ করেছেন- নিষ্পাপ, নির্মম, বৌমা, মায়ের দোয়া ও মায়ের আশীর্বাদ।