হাওর বার্তা ডেস্কঃ একটার পর একটা চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন সুপারস্টার শাকিব খান। বর্তমানে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এ অভিনেতা আছেন অস্ট্রেলিয়ায়। সেখানে তার কাজ করার কথা ছিল ‘সুপার হিরো’ নামের একটি ছবির। শারীরিকভাবে ফিট না থাকা সত্ত্বেও গত সপ্তাহের সোমবার এ উদ্দেশ্যে অস্ট্রেলিয়ায় যান তিনি। তবে এখন পর্যন্ত শুটিংয়ে অংশ নিতে পারেননি। কারণ ব্যাংকক ও কলকাতায় কয়েকবার যাওয়া-আসার কারণে গরম ঠাণ্ডা মিলিয়ে আগেই আবহাওয়াজনিত জ্বরে আক্রান্ত ছিলেন শাকিব। আর অস্ট্রেলিয়া পৌঁছানোর পর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। তাকে ভর্তি করা হয়েছে সিডনির একটি হাসপাতালে। সেখানে তাকে দেখভাল করছেন শবনম বুবলী। কারণ ‘সুপার হিরো’ ছবিতে তিনিই শাকিবের সহশিল্পী। সময় পেলেই তিনি হাসপাতালে দেখতে যাচ্ছেন শাকিবকে।
এদিকে, শাকিব খানের এখনো পর্যন্ত বৈধ স্ত্রী অপু ইসলাম খান ওরফে অপু বিশ্বাস ঢাকায় আছেন। তিনি অসুস্থ স্বামীর পাশে যেতে পারছেন না। তাই বুবলীই এখন সেবা দিচ্ছেন ঢালিউডের কিং খানকে। এদিকে, শাকিবের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন তার বন্ধু ও চলচ্চিত্র প্রযোজক ইকবাল হোসেন। তিনি বলেন, ‘সিডনিতে যাওয়ার আগেও শাকিবের শারীরিক অবস্থা ভালো ছিল না। কারণ পর পর সে বেশ কিছু ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিল। বিভিন্ন দেশে শুটিং করেছে। বারবার আবহাওয়া পরিবর্তনের কারণে মূলত তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। জ্বর-ঠাণ্ডা হয়েছে। জ্বরে আক্রান্ত হওয়ার কারণে এখনো শুটিং শুরু করতে পারেননি। এমনকি ঠাণ্ডা বেশি লাগার কারণে ঠিকমতো কথাও বলতে পারছেন না। আমার সঙ্গে কথা হয়েছে। তিনি বর্তমানে ডাক্তারের পরামর্শে সিডনির একটি হাসপাতালে রয়েছেন।’
আশিকুর রহমান পরিচালিত ‘সুপার হিরো’ ছবির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। ছবির শুটিং নিয়ে বুবলী বলেন, ‘আমি কিছু অংশের শুটিং করেছি। কিন্তু শাকিব এখন অসুস্থ তাই আমাদের শুটিং বন্ধ। সে সুস্থ হলেই আবার শুটিং শুরু হবে। এখানকার লোকেশনগুলো খুব সুন্দর। এটি পুরোপুরি একটি অ্যাকশন ঘরানার ছবি। তবে যেহেতু নায়ক-নায়িকা আছে, তাই কিছুটা রোমান্সও আছে। এখানে দুই সপ্তাহের মতো শুটিং হতে পারে। অস্ট্রেলিয়ায় প্রথম ধাপের কাজ শেষ করে বাকি কাজ হবে বাংলাদেশে।’
শুধু অস্ট্রেলিয়ায় নয় শাকিব-বুবলী একসঙ্গে গিয়েছিলেন মুর্শিদাবাদের ভেতরে বাংলাদেশ সীমান্ত এলাকায়। সেখানে তারা মঞ্চে নেচেছেন। এ বিষয়ে বুবলী বলেন, ‘১৮ ও ২০ জানুয়ারি মুর্শিদাবাদের ভেতরে বাংলাদেশ সীমান্ত এলাকায় দুটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। অসাধারণ অভিজ্ঞতা। যৌথ প্রযোজনার ছবিতে কাজ করার কারণে ওই এলাকাগুলোতে শাকিবের প্রচুর ভক্ত আছেন। আমি অবাক হয়েছি মুর্শিদাবাদেও আমার ভক্ত আছে!