হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের নুসরাত ফারিয়া ও কলকাতার জিৎ অভিনীত ছবি ‘ইন্সপেক্টর নটি কে’ আজ শুক্রবার সারাদেশের ৮৪ টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার ছবিটি সেন্সর ছাড়পত্র পায়। ‘ইন্সপেক্টর নটি কে’ ছবিটি পরিচালনা করেছেন কলকাতার অশোক পাতি। ছবিটির অধিকাংশ শুটিং হয়েছে ইতালি ও ভারতে। সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে চলচ্চিত্রটি আমদানি করছে জাজ মাল্টিমিডিয়া।
সারাদেশ ৮৪টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘ইন্সপেক্টর নটি কে’। এক নজরে হলের তালিকা। আনন্দ–ঢাকা, চিত্রামহল– ঢাকা, সেনা- ঢাকা ক্যান্টনমেন্ট, বি জি বি- ঢাকা, মুক্তি– ঢাকা, গীত– ঢাকা, নিউ গুলশান- জিঞ্জিরা, ঢাকা, রানিমহল-ডেমরা, চন্দ্রিমা–শ্রীপুর, চম্পাকলি–টঙ্গী, বর্ষা–জয়দেবপুর, নিউ মেট্রো–নারায়ণগঞ্জ, চাঁদ মহল– কাচপুর, মনিহার– যশোর, নন্দিতা–সিলেট, রুপকথা–পাবনা, শাপলা–রংপুর, ছায়াবানী– ময়মনসিংহ, অভিরুচি– বরিশাল, আলমাস–চট্টগ্রাম, শংখ–খুলনা, চিত্রালী– খুলনা, মডার্ন– দিনাজপুর, মমতাজ– সিরাজগঞ্জ, রুপালী– কুমিল্লা, গ্যারিসন- কুমিল্লা ক্যান্টনমেন্ট, কাকলী–শেরপুর, মনোয়ার– জামালপুর।
এছাড়া মানসী– কিশোরগঞ্জ, পান্না– মুক্তারপুর, ঝংকার– পাঁচদোনা, কেয়া– টাঙ্গাইল, পূর্বাশা– সান্তাহার, চিত্রবানী– গোপালগঞ্জ, মধুমতি– ভৈরব, নবীন– মানিকগঞ্জ, চলন্তিকা– গোপালদী, তিতাস– পটুয়াখালী, সিক্তা– ধুনট, ছন্দা– পটিয়া, উর্বশী– ফুলবাড়ি, বনলতা– ফরিদপুর, হীরক– গোবিন্দগঞ্জ, মনিকা– সায়েস্তাগঞ্জ, রাজ– কুলিয়ারচর, বনানী– কুষ্টিয়া, মেহেরপুর– মেহেরপুর, মুন– মুক্তাগাছা, ফিরোজ মহল– পাগলা, তামান্না– সৈয়দপুর, সাধনা– রাজবাড়ী, সঙ্গীতা– সাতক্ষীরা, কল্লোল– মধুপুর, অবসর– বিরামপুর, ঝর্না– দাউদকান্দি, অপর্ণা– খোকসা।
এছাড়া বানী- চর অ্যালেক্সান্ডার, ভাই ভাই– সখিপুর, লিলি– কুলাউড়া, মুক্তি– চান্দাইকোনা, আলমডাঙ্গা, অনামিকা– পিরোজপুর, আনন্দ– তানোর, আয়না– আক্কেলপুর, বাবু– কিশোরগঞ্জ, ছন্দা- কালীগঞ্জ, দিনান্ত– কেশরহাট, গ্যারিসন– দয়ারামপুর, জনতা– জলঢাকা, লাইট হাউজ– পারুলিয়া, মমতাজ মহল– নীলফামারী, নসীব– সাপাহার, রাজু– ঈশ্বরদী, রংধনু– নজিপুর, শাহিন– বল্লাবাজার, সোনালী– ঘোড়াঘাট, সনি– ইসলামপুর, উল্লাস– বীরগঞ্জ।