ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু স্বাধীনতা স্মৃতি স্তম্ভ’ ভেঙে দিল ছাত্র-জনতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২১:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৭ বার

ফরিদপুরের বোয়ালমারীর চৌরাস্তায় অবস্থিত ‘বঙ্গবন্ধু স্মৃতি স্তম্ভ’ পুলিশের বাঁধা উপেক্ষা করে এক্সকেভেটর দিয়ে ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। আজ শনিবার সকাল ৯টার দিকে পৌরসভার প্রাণ কেন্দ্র স্বাধীনতা চত্বরে অবস্থিত নৌকায় বসা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল সম্বলিত স্মৃতি স্তম্ভটি ভেঙে ফেলা হয়।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের দিন একটি স্তম্ভের আংশিক ভাঙচুর করে ছাত্র-জনতা। এবার কাঠামো ছাড়া সম্পূর্ণ ভেঙে ফেলা হলো। গণঅভ্যুত্থানের মুখে দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার ‘উদ্ধতপূর্ণ’ কথাবার্তা বলার প্রতিবাদে স্থাপনাটি ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছে ছাত্র-জনতা।

ভাঙচুরের খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় চত্বরে অবস্থিত বিক্ষুব্ধ ছাত্র-জনতা ফ্যাসিবাদবিরোধী নানা স্লোগান দিতে থাকেন। পরে পুলিশের বাধা উপেক্ষা করে ভাঙচুর চালায়। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শান্তি স্থাপনে কাজ করে। এ সময় চত্বরে চারপাশে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৪ সালে তৎকালীন ফরিদপুর -১ আসনের সংসদ সদস্য (এমপি) ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান শহরটির সৌন্দর্য বর্ধন ও স্বাধীনতা সংগ্রামের স্মৃতি সংরক্ষণে পৌর সদরের ব্যস্ততম স্থান চৌরাস্তায় স্তম্ভটি নির্মাণের কাজ হাতে নেন। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অর্থায়নে ৫০ লাখ টাকা ব্যয়ে এ স্তম্ভটি নির্মাণ করা হয়। সে সময় এটির নামকরণ করা হয় ‘বঙ্গবন্ধু স্বাধীনতা স্মৃতিস্তম্ভ’।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম রসুল ঘটনা সম্পর্কে অবগত রয়েছেন বলে জানালেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

বোয়ালমারী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

বঙ্গবন্ধু স্বাধীনতা স্মৃতি স্তম্ভ’ ভেঙে দিল ছাত্র-জনতা

আপডেট টাইম : ০৬:২১:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫

ফরিদপুরের বোয়ালমারীর চৌরাস্তায় অবস্থিত ‘বঙ্গবন্ধু স্মৃতি স্তম্ভ’ পুলিশের বাঁধা উপেক্ষা করে এক্সকেভেটর দিয়ে ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। আজ শনিবার সকাল ৯টার দিকে পৌরসভার প্রাণ কেন্দ্র স্বাধীনতা চত্বরে অবস্থিত নৌকায় বসা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল সম্বলিত স্মৃতি স্তম্ভটি ভেঙে ফেলা হয়।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের দিন একটি স্তম্ভের আংশিক ভাঙচুর করে ছাত্র-জনতা। এবার কাঠামো ছাড়া সম্পূর্ণ ভেঙে ফেলা হলো। গণঅভ্যুত্থানের মুখে দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার ‘উদ্ধতপূর্ণ’ কথাবার্তা বলার প্রতিবাদে স্থাপনাটি ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছে ছাত্র-জনতা।

ভাঙচুরের খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় চত্বরে অবস্থিত বিক্ষুব্ধ ছাত্র-জনতা ফ্যাসিবাদবিরোধী নানা স্লোগান দিতে থাকেন। পরে পুলিশের বাধা উপেক্ষা করে ভাঙচুর চালায়। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শান্তি স্থাপনে কাজ করে। এ সময় চত্বরে চারপাশে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৪ সালে তৎকালীন ফরিদপুর -১ আসনের সংসদ সদস্য (এমপি) ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান শহরটির সৌন্দর্য বর্ধন ও স্বাধীনতা সংগ্রামের স্মৃতি সংরক্ষণে পৌর সদরের ব্যস্ততম স্থান চৌরাস্তায় স্তম্ভটি নির্মাণের কাজ হাতে নেন। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অর্থায়নে ৫০ লাখ টাকা ব্যয়ে এ স্তম্ভটি নির্মাণ করা হয়। সে সময় এটির নামকরণ করা হয় ‘বঙ্গবন্ধু স্বাধীনতা স্মৃতিস্তম্ভ’।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম রসুল ঘটনা সম্পর্কে অবগত রয়েছেন বলে জানালেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

বোয়ালমারী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।