সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ হয়েছেবিপুল পরিমাণ স্বর্ণ। অবৈধ স্বর্ণ বহনকারীরা বিমানবন্দরের কাস্টমস এলাকা অতিক্রম করতে সক্ষম হলেও জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা সন্দেহজনক দুজনকে তল্লাশি চালিয়ে স্বর্ণ জব্দ করেন।
আজ বৃহস্পতিবার শারজাহ থেকে আসা একটি ফ্লাইটের দুজন যাত্রীর কাছ থেকে সাড়ে ১৭ কেজি স্বর্ণ উদ্ধার করে গোয়েন্দা সংস্থা এনএসআই।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় দুবাইয়ের শারজাহ এয়ারপোর্ট থেকে সিলেট এসে পৌঁছে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২৫২।
যাত্রীরা কাস্টমস এরিয়া অতিক্রম করলেও দুজন যাত্রীর লাগেজ তল্লাশি করে ১২০টি স্বর্ণের বার ও ৪ টি স্বর্ণের পেষ্টের চাকা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২১ কোটি টাকা।
আটককৃতরা হলেন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বাসিন্দা সৈয়দ আহমদ ও সিলেটের জৈন্তাপুর উপজেলার বাসিন্দা আফতাবউদ্দিন। তারা চার্জার লাইট, ফ্যান ও থাই গ্লাসের লকের ভেতর ঢুকিয়ে এসব স্বর্ণ নিয়ে আসছিলেন।
এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে কাস্টমস।