কেন্দুয়া-নেত্রকোনা সড়কের নোয়াদিয়া নামক স্থানে গাছ ফেলে ডাকাতির ঘটনায় প্রধান আসামি আনোয়ার হোসেনকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
গত রবিবার ময়মনসিংহ র্যাব- ১৪ ও নরসিংদী র্যাব- ১১’এর দুইটি দল নরসিংদীর পলাশ থানা এলাকা থেকে ডাকাতি মামলার এই আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর কেন্দুয়া থানায় সোপর্দ করলে গতকাল সোমবার বিকেলে পুলিশ রিমাণ্ড চেয়ে তাকে নেত্রকোনা আদালতে প্রেরণ করে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, গত ১৮ জানুয়ারি রাতে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের কেন্দুয়ার নোয়াদিয়া মাদ্রাসা সংলগ্ন রাস্তায় কাটা গাছ ফেলে ডাকাতি করে মুখোশ পড়া একদল ডাকাত। তারা বিভিন্ন যানবাহন আটকিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে এবং অস্ত্রাঘাত করে নগদ টাকা, মোটরসাইকেল, মোবাইলসহ স্বর্ণের গয়না লুট করে নিয়ে যায়। এতে অনেকেই আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।
ঘটনার পরের দিন মোটরসাইকেল ছিনতাই ও আহত হওয়া কেন্দুয়ার কান্দিউড়া ইউনিয়নের রাজিবপুর গ্রামের মো. তৌহিদ ভূঁইয়া বাদি হয়ে কেন্দুয়া থানায় একটি মামলা করেন। কেন্দুয়া থানা পুলিশ পরদিন উলুয়াটি গ্রামের জুয়েল মিয়া নামে একজনকে আটক করে আদালতে প্রেরণ করে। পরে চাঞ্চল্যকর এঘটনায় র্যাব ছায়া তদন্ত শুরু করে ১৫ দিনের মাথায় রবিবার ময়মনসিংহ র্যাব-১৪ ও নরসিংদী র্যাব-১১ এর যৌথ অভিযানে নরসিংদীর পলাশ থানা এলাকা থেকে মামলার অন্যতম আসামি আনোয়ার হোসেনকে (৩৫) গ্রেপ্তার করে কেন্দুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, ‘আনোয়ার হোসেন কেন্দুয়া উপজেলার নোয়াদিয়া দিগর গ্রামের আছিম উদ্দিনের ছেলে। রিমাণ্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’