নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আমিনুর রশিদকে (২৮) গ্রেপ্তার করেছে কক্সবাজারের পেকুয়া থানা পুলিশ।
গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কুতুবপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আমিনুর রশিদ পেকুয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ন-সম্পাদক ছিলেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দূর্জয় বিশ্বাস বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বারবাকিয়া ইউনিয়নের কুতুব পাড়া এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আমিনুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পেকুয়া থানায় একাধিক মামলা রয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে বর্তমান সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছিল।’
এদিকে আজ মঙ্গলবার তাকে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।