একদিন পেছালো টিসিবি পণ্য বিক্রি

হাওর বার্তা ডেস্কঃ দেশব্যাপী ১ কোটি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে পর্যায়ক্রমে ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ সোমবার (১ আগস্ট) এই পণ্য বরাদ্দ পাবে ডিলাররা। মঙ্গলবার বাণিজ্যমন্ত্রীর উদ্বোধনের পর সেই পণ্য ক্রেতারা হাতে পাবেন।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এর আগে, রবিবার (৩১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, ১ কোটি উপকারভোগী পরিবারের মধ্যে ভর্তুকিমূল্যে টিসিবির পণ্য (তেল, চিনি, ডাল ও পেঁয়াজ) পৌঁছে দেওয়া হবে। সেই লক্ষ্যে টিসিবি কর্তৃক রাজধানীসহ সারাদেশে আগস্ট মাসের বিক্রয় কার্যক্রম ১ আগস্ট থেকে শুরু হবে।
সোমবার (১ আগস্ট) টিসিবি জানায়, বরাদ্দ দেওয়া পণ্যগুলো সোমবার ডিলারদের হাতে পৌঁছাবে। মঙ্গলবার এ কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী। এরপরই ভোক্তা পর্যায়ে পণ্য মিলবে।

এই বিক্রয় কার্যক্রম ডিলারের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে বলেও জানায় টিসিবি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর