গাজীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

হাওর বার্তা ডেস্কঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

শনিবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার মাকিষবাথান টিএনটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইল জেলার ভূয়াপুর থানার শেখ বাড়ী গ্রামের আয়ুব আলীর ছেলে অটোরিকশা চালক নজরুল ইসলাম (২৭), বরগুনা জেলার সদর থানার আংগারপাড়া গ্রামের মমিন উদ্দিন সিকদারের ছেলে মেহেদী হাসান (৪৪), গাজীপুরের কালিয়াকৈরে থানার হিজলতলী গ্রামের আজিম উদ্দিনের ছেলে আতিকুল ইসলাম (৪২), একই উপজেলার লতিফপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে সাইদুল ইসলাম রুবেল (২৭) ও যশোর জেলার মাগুরা থানার দহর গ্রামের আতাউর রহমানের ছেলে শাহিন উদ্দিন (২৮)।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল বাশার পরিদর্শক বলেন, কালিয়াকৈর থেকে চন্দ্রাগামী ইতিহাস পরিবহণের একটি বাসের সঙ্গে বিপরীত দিক আসা যাত্রীবাহী ব্যাটারিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় অটোরিকশাটি বিকট শব্দে দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায় এবং অটোরিকশার চালকসহ একজন ঘটনাস্থলেই মারা যান।

তিনি বলেন, এ ঘটনায় আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে একজন মারা যান। আর চিকিৎসকের পরামর্শে অপর দুইজনকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।

অপরজনের শারীরিক অবস্থা গুরুতর হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর