সুবর্ণচরে লবণাক্ত জমিতে গ্রীষ্মকালীন তরমুজ চাষ

হাওর বার্তা ডেস্কঃ নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পতিত ও লবণাক্ত জমিতে এবং ডোবা-নালার পাড়ে চাষ হচ্ছে গ্রীষ্মকালীন তরমুজ। কম সময়ে অধিক ফলন ও লাভবান হওয়ায় এ চাষে ঝুঁকছেন চরাঞ্চলের কৃষকরা। উপজেলার চরবাটা ইউনিয়নের শিবচর এলাকার চাষি শ্রীবাস দাস জানান, তার লবণাক্ত জমি পতিত পড়ে থাকতো। এই প্রথম বার ৫০ শতক জমিতে তরমুজ চাষ করেন তিনি। ফলনও ভালো হয়েছে। এতে খরচ হয়েছে প্রায় ৪৫ হাজার টাকা। এ পর্যন্ত বিক্রি করেছেন ১ লাখ ১০ হাজার টাকা। বাগানে থাকা তরমুজ আরো ২০-৩০ হাজার টাকা বিক্রি হবে বলে আশা করছেন তিনি।

তিনি জানান, ১০ হেক্টর জমির মধ্যে পূর্ব চরবাটা ৫০ ভাগ, চরবাটা ২৫ ভাগ, চরক্লার্কে ১৫ ভাগ এবং চর জুবলিতে ১০ ভাগ জমিতে তরমুজের চাষ হয়েছে। প্রতি হেক্টরে উৎপাদন খরচ ধরা হয়েছে ৮২ হাজার ২৪০ টাকা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর