শিনজো আবের মৃত্যুতে লাভ, জিতল তার দল

হাওর বার্তা ডেস্কঃ নিজ দলের নির্বাচনী প্রচারণা চালানোর সময় জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে শুক্রবার নারায় আততায়ীর গুলিতে প্রাণ হারান৷

বিশ্লেষকরা বলছিলেন, নির্বাচনের দুদিন আগে দলপ্রধানের এমন মৃত্যুতে লাভ হবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির। এ দলটির প্রতি মানুষ আরও বেশি সমর্থন বাড়বে।

সেটাই প্রমাণিত হলো। রোববার জাপানে অনুষ্ঠিত উচ্চ কক্ষের সংসদ নির্বাচনে জয় লাভ করেছে আবের দল।

বার্তা সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়েছে, আবের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতৃত্বাধীন জোট ৭৬টি আসন জিতেছে।

পার্লামেন্টে উচ্চকক্ষে আসনসংখ্যা ১২৫। নির্বাচনে এলডিপি আসন জিতেছে ৬৩টি। আর জোটের সহযোগী দল কোমেইতো আসন পেয়েছে ১৩টি।

এই নির্বাচনের সবচেয়ে বেশি লাভবান হয়েছে ফুমিও কিশিদা ও তার দল এলডিপি। কারণ, এই নির্বাচনে জয়লাভ করার কারণে তাকে আগামী তিন বছর আর নির্বাচনের মধ্য দিয়ে যেতে হবে না।

দ্য জাপান টাইমসের খবরে বলা হয়েছে, ফুমিওসহ দলটির নেতারা শনিবার কালো ব্যাচ ও টাই পরে গণমাধ্যমের সামনে উপস্থিত হয়েছিলেন। এ ছাড়ার আবের স্মরণে নীরবতাও পালন করেন তারা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর