যে কারণে এমপিদের ভর্ৎসনা করলেন সুইডিস প্রধানমন্ত্রী

হাওর বার্তা ডেস্কঃ সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা এন্ডারসন কঠোর ভাষায় সমালোচনা এবং ভর্ৎসনা করেছেন দেশটির সংসদ সদস্যদের।

কুর্দি সংগঠন পিকেকেকে প্রতীকের সঙ্গে ছবিতে পোজ দেওয়ায় তিনি দেশটির বামপন্থি এমপিদের কঠোর সমালোচনা করেছেন। খবর আনাদোলুর।

কারণ কুর্দি এ সংগঠনটিকে তুরস্ক সন্ত্রাসী সংগঠন হিসেবে গণ্য করে থাকে। পিকেকের সঙ্গে সুইডেনের সুসম্পর্ক থাকায় প্রথমে ন্যাটোতে যোগদানে বাধা দিয়ে ছিল তুরস্ক।

পরে পিকেকেকে আর পৃষ্ঠপোষকতা করবে না, এই মর্মে অঙ্গীকার করার পর সুইডেনকে ন্যাটোর সদস্য করতে রাজি হয় তুরস্ক।

এমতাবস্থায় বামপন্থি এমপিরা পিকেকের প্রতি নিজের সমর্থন ব্যক্ত করে আবারও তুরস্ককে ক্ষেপিয়ে তুলছে অভিযোগ করেন সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা এন্ডারসন।

উল্লেখ্য, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর বিরুদ্ধে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এবং চরম বামপন্থি রেভুলেশনারি পিপলস লিবারেশন পার্টি-ফ্রন্ট (ডিএইচকেপি-সি) সদস্যদের আশ্রয় দেওয়ার অভিযোগে সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের ব্যাপারে বিরোধিতা করে আসছে তু্রস্ক।

যুক্তরাষ্ট্রের অনুরোধে গত সপ্তাহে অনুণ্ঠিত ন্যাটোর সম্মেলনে শর্ত সাপেক্ষে তুরস্ক তার আপত্তি তুলে নেয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর