বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের বিরল আলোচনা

হাওর বার্তা ডেস্কঃ চলমান বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ ও সরবরাহ সংকট নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এক বিরল আলোচনা হয়েছে। মঙ্গলবার এক ভিডিও কলের মাধ্যমে দেশ দুইটির কর্মকর্তারা আলোচনায় অংশ নেন। বুধবার (৬ জুলাই) পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চীন থেকে আমদানির ক্ষেত্রে কিছু বিষয়ের ওপর শুল্ক উঠিয়ে দেওয়ার চিন্তা-ভাবনা করছেন। এরপরই চীনের ভাইস-প্রেসিডেন্ট লিউ হে ও মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেনের মধ্যে আলোচনার খবর সামনে এল।

করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ দুইটিতে নেতিবাচক প্রভাব পড়েছে। এতে বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়ে গেছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব অর্থনীতি যে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে এ ব্যাপারে দুই পক্ষ থেকে একমত প্রকাশ করা হয়েছে। যৌথভাবে বিশ্বব্যাপী শিল্প ও সরবরাহ চেইনের স্থিতিশীলতা বজায় রাখা উভয় দেশের মূল উদ্দেশ্য।

প্রতিবেদনে আরও বলা হয়, ভিডিও কলটি যুক্তরাষ্ট্রের অনুরোধে হয়। এসময় তাদের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর