ওডেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ১৭ নিহত

হাওর বার্তা ডেস্কঃ রাশিয়ান ক্ষেপণাস্ত্র ইউক্রেনের ওডেসার কৃষ্ণসাগর বন্দরে একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত হানে। এ ঘটনায় তিন শিশুসহ ১৭ জন নিহত এবং আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

শুক্রবার ওডেসা আঞ্চলিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাচুক দেশটি রাষ্ট্রীয় টেলিগ্রাম চ্যানেলকে এ তথ্য দিয়েছেন।

তিনি বলেন, একটি ৯তল অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে রুশ বাহিনীর হামলায় ১৭ জন নিহত হয়েছেন।

আগের খবরে বলা হয়, এ ঘটনায় তিন শিশুসহ ১০ নিহত হয়েছেন।

উল্লেখ্য, পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রুশ বাহিনী। দেশটির এই অভিযান ইতোমধ্যে কয়েক হাজার বেসামরিক ইউক্রেনীয় প্রাণ হারিয়েছেন। এই অভিযানকে অবৈধ অ্যাখ্যা দিয়ে রুশ হামলা প্রতিরোধে সামরিক ও মানবিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্র দেশগুলো। পাশাপাশি মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর