নেত্রকোনা-মোহনগঞ্জে ট্রেন চলাচল শুরু

বিজয় দাস, প্রর্তিনিধি নেত্রকোনাঃ বন্যার পানির প্রবল স্রোতে রেলের সেতু ভেঙে যাওয়ায় পাঁচদিন বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ-নেত্রকোনা-মোহনগঞ্জ রেলপথে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে মোহনগঞ্জ থেকে নেত্রকোণা- ময়মনসিংহ হয়ে ঢাকা রেলপথে আন্তঃনগর ও লোকাল ট্রেন চলাচল শুরু করেছে।

বারহাট্টা স্টেশন মাস্টার গোলাম রব্বানী জানান, মোহনগঞ্জে আটকা পড়া ঢাকাগামী হাওর এক্সপ্রেস সকালে ছেড়ে যায়। আজ থেকে এ পথে যথারিতি ট্রেন চলাচল করবে।

গত ১৮ জুন সকালে জেলার মোহনগঞ্জ ও বারহাট্টা উপজেলার অতীতপুর রেলস্টেশনের মাঝামাঝি ইসলামপুরে ২৩ নম্বর রেলওয়ের ব্রিজটি বন্যার পানির তোড়ে ভেঙে যায়। এছাড়াও পথের বিভিন্ন অংশ বন্যার পানিতে তলিয়ে যায়। এর ফলে এ পথে রেল চলাচল বন্ধ হয়ে যায়।

সেতু ভেঙে পড়ায় মোহনগঞ্জে আটকা পড়ে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন এবং বারহাট্টায় মোহনগঞ্জগামী একটি লোকাল ট্রেন।

বর্তমানে সেতুটি মেরামত ও পথ থেকে পানি নেমে যাওয়ায় রেল চলাচল চালু সম্ভব হয়েছে বলে জানান স্টেশন মাস্টার গোলাম রব্বানী।

উল্লেখ্য,ঘটনার একদিন পর বারহাট্টা স্টেশন থেকেই নেত্রকোনার সঙ্গে ঢাকা ও ময়মনসিংহসহ সারাদেশের ট্রেন চলাচল করে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর