সিলেটে বন্যার্তদের পাশে নিপুণ, রিয়াজ, সাইমন সাদিকরা

হাওর বার্তা ডেস্কঃ বন্যা দুর্গত সিলেটে আড়াই হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছে শিল্পী সমিতি। বন্যার্ত এসব মানুষের নিকট গিয়ে নগদ টাকা ও শুকনো খাবার দিয়েছেন শিল্পী সমিতির নেতারা। মঙ্গলবার সিলেটের গোয়াইন ঘাট, লক্ষ্মীনগর, মেওয়ার কান্তি অঞ্চলে গিয়ে তারা ত্রাণ দিয়েছেন।

এই দলে ছিলেন অভিনেত্রী নিপুণ, অভিনেতা রিয়াজ, অভিনেতা সাইমন সাদিক ও অভিনেত্রী জেসমিন।

সমিতির সহ-সাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিক বলেন, সিলেটের দুর্গত এলাকার আড়াই হাজার বন্যার্ত পরিবারে আমরা শুকনা খাবার, স্যালাইন দিয়েছি। অনেকের হাতে নগদ টাকাও দিয়েছি।

সাইমন আরও বলেন, ‘মানুষের পাশে দাঁড়াতে হবে। সময়টা এখনই। এ সময় ঘরে বসে থাকা মানে আত্মগ্লানি তৈরি হওয়া। তাই আমরা ছুটে গিয়েছি বন্যার্তদের পাশে। মানুষের পাশে থাকার এটাই সঠিক সময়। আপনারাও এগিয়ে আসুন। ’

অভিনেত্রী নিপুণ বলেন, আমাদের সামর্থ্যের মধ্য থেকে সিলেটের দুর্গতদের পাশে গিয়েছি। পানিতে আটকে থাকা মানুষের জন্য যেসব খাবার দরকারে সেসব নিয়ে তাঁদের কাছে গিয়েছি। প্রচুর পরিমাণে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির বেশি প্রয়োজন। আমরা সেগুলো দিচ্ছি।

এর আগে সিলেটের বন্যার্তদের অনন্ত জলিল, শাকিব খান, ডিপজলসহ অনেকেই বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর