সর্বনিম্নে নেমেছে মালয়েশিয়ান পাম অয়েলের দাম

হাওর বার্তা ডেস্কঃ দুই মাসের সর্বনিম্নে নেমেছে মালয়েশিয়ান পাম অয়েলের দাম। শীর্ষ উৎপাদক ইন্দোনেশিয়া রফতানি শুল্ক কমিয়ে আনায় মালয়েশিয়ার ব্যবসায়ীরা বিক্রি কমে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

ইন্দোনেশিয়ার বিদ্যমান পাম রফতানি শুল্ক সর্বোচ্চ ৩৭৫ ডলার থেকে কমিয়ে ২০০ ডলার নির্ধারণ করা হয়েছে। এছাড়া রফতানি বৃদ্ধি প্রোগ্রামের জন্য বিশেষ রেটও নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে খবর প্র্রকাশ করেছে বিজনেস রেকর্ডার।

গতকাল একদিনের ব্যবধানে মালয়েশিয়ান পাম অয়েলের দাম ২ শতাংশ কমেছে। বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে আগস্টে সরবরাহ চুক্তিতে প্রতি টন পাম অয়েলের দাম ১৩৪ রিঙ্গিত বা ২ দশমিক ২৯ শতাংশ কমেছে। কার্যদিবসের মাঝামাঝিতে প্রতি টন লেনদেন হয়েছে ১ হাজার ২৯৩ ডলার ২০ সেন্টে। ছয় অধিবেশনের পাঁচটিতেই দাম কমেছে, যা ৫ এপ্রিলের পর সর্বনিম্ন।

 

বাণিজ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যমতে, নতুন শুল্কহার মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে। আগামী ৩১ জুলাই পর্যন্ত পাম অয়েল রফতানিতে এ হারেই শুল্ক পরিশোধ করতে হবে। তবে ১ আগস্ট থেকে সর্বোচ্চ রফতানি শুল্ক বাড়িয়ে টনপ্রতি ২৪০ ডলারে উন্নীত করা হবে। এ সময় প্রতি টন পাম অয়েলের রেফারেন্স দাম ১ হাজার ৫০০ ডলারে অবস্থান করবে।

 

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর