৫৩ প্রেক্ষাগৃহে আসছে আদর-বুবলীর ‘তালাশ’

হাওর বার্তা ডেস্কঃ অপেক্ষার পালা শেষ। অবশেষে আগামীকাল শুক্রবার (১৭ জুন) দেশের ৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমা ‘তালাশ’। এই সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে প্রথমবারের মতো রূপালি পর্দায় অভিষেক হচ্ছে আদর আজাদ-এর। ‘তালাশ’-এ তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। সিনেমাটি পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসির।

সৈকত নাসির বলেন, ‘কত সৌভাগ্যবান আদর আজাদ এই রকমভাবে শিল্পী সমিতির সভাপতি অভিনেতা ইলিয়াস কাঞ্চন স্যারসহ দেশের নামি দামি পরিচালকরা তাকে পরিচয় করে দিলেন। এটা সব শিল্পীর কপালে জুটে না। দোয়া করি যেন বাংলাদেশের সবচেয়ে বড় নায়ক হয় আদর।’

সিনেমাটি প্রসঙ্গে আদর আজাদ বলেন, ‘রোমান্টিক প্রেমের গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। যারা ভালোবেসে ব্যর্থ বা সফল হয়েছেন তাদের জন্য ‘তালাশ’। বিশেষ করে তরুণ প্রজন্মদের সিনেমাটি ভালো লাগবে। ২০১৮ সালে সিনেমায় কাজ করার সিদ্ধান্ত নেই। যার কারণে ছোট পর্দায় কাজের ব্যস্ততা থাকলেও সে কাজ বন্ধ করে বড় পর্দায় কাজ শুরু করি। সুমন চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়া চ্যালেঞ্জিং ছিল। কাজের আগে গ্রুমিং করেছি। সহশিল্পী বুবলী অনেক হেল্পফুল। তার সঙ্গে চমৎকার কাজের অভিজ্ঞতা। এই সিনেমা দিয়ে অবশেষে দীর্ঘ প্রতিক্ষার অবসান হচ্ছে, এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। সবাই প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখবেন।’

বুবলী বলেন, ‘‘তালাশ’র নায়রা চরিত্রটি আমার খুব কাছের। আমি অনেকদিন ধরে এই চরিত্রটি নিজের মধ্যে ধারণ করেছি। এটি একটি সমসাময়িক গল্পের সিনেমা। সবার ভালোবাসার সিনেমা। যারা প্রেম করেছেন, ভালোবেসেছেন, যারা ভালোবেসে ব্যর্থ কিংবা সফল হয়েছেন এবং যারা মিউজিক লাভার-তাদের জন্যেই এই সিনেমা। সব ধরণের উপাদান আপনারা ‘তালাশ’-এ পাবেন।’’

ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত ‘তালাশ’ সিনেমার কাহিনি পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। সিনেমাটিতে বুবলি ও আদর আজাদ ছাড়াও অভিনয় করেছেন আসিফ আহসান খান, দিপক সুমন, ফথ্রুল বাসার মাসুম, মিলি বাসার, আশরাফ, জোযন মাহমুদ, মোঃ সারওয়ার শুভ, শারমিন শর্মী, রেজাউর রাহমান রাজু সহ অনেকে।

‘তালাশ’-এ মোট ছয়টি গান রয়েছে। যাতে কণ্ঠ দিয়েছেন ইমরান-কনা, এ আর রাব্বি,দিন ইসলাম শাহরুখ, ঐশী-আরিফ, মেজবাহ বাপ্পী। টাইটেল গান ফরিক আহাদ, সামির। গানের কথা লিখেছেন প্রসেনজিৎ মন্ডল, রনক ইকরাম, সাদাত হোসেন, শাহ আবদুল করিম, ফকির আহাদ। মিউজিক করেন শাহরিয়ার আলম মার্সেল, এ আর রাব্বি, দিন ইসলাম শাহরুখ, নাভেদ পারভেজ, আহম্মেদ হুমায়ূন, মিনহাজ জুয়েল।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর