দেশসেরা ‘প্রধান শিক্ষক’ কিশোরগঞ্জের আবেদা আক্তার জাহান

হাওর বার্তা ডেস্কঃ এ বছর কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদা আক্তার জাহান বাংলাদেশের সেরা প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। গত সোমবার (৬ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ কর্তৃক জাতীয় শিক্ষা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে তাঁকে সেরা প্রধান শিক্ষক নির্বাচিত করা হয়।   908000ঢাকা গভ. ল্যাবরেটরি স্কুলে জাতীয় শিক্ষা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে কর্তৃপক্ষ বিচার বিশ্লেষণ করে জাতীয় পর্যায়ে আবেদা আক্তার জাহানকে বাংলাদেশের সেরা প্রধান শিক্ষক নির্বাচিত করেন।

দেশসেরা প্রধান শিক্ষক আবেদা আক্তার জাহান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এঁর সহোদর বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবদুল হক নুরুর সহধর্মিণী। 0890000এদিকে আবেদা আক্তার জাহান বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানসহ বিভিন্ন পেশাজীবী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

এক প্রতিক্রিয়ায় আবেদা আক্তার জাহান বলেন, ‘এ সম্মাননা আমাকে ও আমার প্রতিষ্ঠানকে উদ্দীপিত ও উদ্ভাসিত করেছে।’

উল্লেখ্য, তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এঁর মায়ের নামে প্রতিষ্ঠিত।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর