ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৭ কিলোমিটার যানজট

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের পূর্ব পাড় থেকে রসুলপুর পর্যন্ত ১৭ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার (৬ জুন) মধ্যরাতে সড়কের ভূঞাপুর লিংকরোড ও সেতু পূর্বপাড়ে দুর্ঘটনা এবং বৃষ্টি কারণে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে না পারায় এ যানজটের সৃষ্টি হয়। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে মহাসড়ক ব্যবহারকারীরা।

চালকরা জানিয়েছেন, মধ্যরাত থেকে টাঙ্গাইল বাইপাসের পরেই যানজট শুরু। মাত্র ১০ কিলোমিটার সড়ক যেতে ৮ থেকে ১০ ঘণ্টা সময় লেগে যাচ্ছে।

যাত্রীরা জানান, টাঙ্গাইল বাইপাস থেকে শল্লা আসতে সময় লেগেছে ৮ ঘণ্টা। যানজটের যে অবস্থা কখন স্বাভাবিক হবে বুঝতে পারছি না। যানজটে চরম ভোগান্তির মধ্যে রয়েছি।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, সোমবার মধ্যরাতের দিকে মহাসড়কের ভূঞাপুর লিংকরোড ও বঙ্গবন্ধুসেতু পূর্ব পাড়ে সড়ক দুর্ঘটনা এবং বৃষ্টি থাকায় যানবাহনগুলো স্বাভাবিকের তুলনায় ধীরগতিতে চলাচল করছে। এতে করে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে পুলিশ কাজ করছে। বেলা বাড়ার সঙ্গে যান চলাচল স্বাভাবিক হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর