ইটনা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি চৌধুরী কামরুল, সম্পাদক খসরু ঠাকুর

হাওর বার্তা ডেস্কঃ দীর্ঘ ১৮ বছর পর সোমবার (৩০ মে) কিশোরগঞ্জের ইটনা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন ইটনা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান এবং সাধারণ সম্পাদক নিবাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর খসরু।

দুপুরে প্রেসিডেন্ট আবদুল হামিদ সরকারি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান সম্মেলন উদ্বোধন করেন।

 

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাঈল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম এ আফজল।

এতে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামছুন্নাহার চাঁপা, কেন্দ্রীয় নেতা ডা. মোস্তুফা জালাল মহিউদ্দিন, এডভোকেট সানজিদা খান, এবিএম রিয়াজুল কবির কাউছার, আলহাজ্ব মো. আফজাল হোসেন এমপি, রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি, ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি, জাকিয়া পারভীন খানম মনি এমপি, সাবেক সংসদ সদস্য এডভোকেট মো. সোহ্রাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পীযুষ কান্তি সরকার, আওয়ামী লীগ নেতা এডভোকেট যজ্ঞেশ্বর রায় চৌধুরী, এডভোকেট আকরাম হোসেন, মো. বজলুর রহমান এবং ইটনা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান।

দীর্ঘ ১৮ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এতে উপজেলার ৯টি ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সম্মেলনে যোগ দেন। নেতাকর্মীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে সম্মেলনস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর